পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Delhi College Student Murdered: বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় দিল্লিতে ছাত্রীকে খুনের অভিযোগ

Student Murdered in Delhi's Malviya Nagar: বিয়ের প্রস্তাবে রাজি না হয় নয়াদিল্লির এক কলেজ ছাত্রীকে খুনের অভিযোগ ৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ শুক্রবার নয়াদিল্লির মালব্যনগরে এই ঘটনাটি ঘটে ৷ দিল্লির মহিলা কমিশমনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল এই ঘটনায় দিল্লির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ৷

Delhi College Student Murdered
Delhi College Student Murdered

By

Published : Jul 28, 2023, 7:26 PM IST

নয়াদিল্লি, 28 জুলাই: বিয়েতে প্রত্যাখাত হয়ে নয়াদিল্লির এক কলেজ ছাত্রীকে খুনের অভিযোগ উঠেছে ৷ শুক্রবার এই মর্মান্তিক খুনের ঘটনাটি ঘটে রাজধানীর মালব্য নগরে ৷ অভিযোগ, বছর 25 এর ওই কলেজ ছাত্রীকে লোহার রড দিয়ে মেরে হত্যা করা হয়েছে ৷ পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷ পুলিশের দাবি, অভিযুক্ত খুনের কথা স্বীকার করেছে ৷

দিল্লি পুলিশ জানিয়েছে, বেলা 12টা 8 মিনিট নাগাদ তাদের কাছে একটি ফোন আসে ৷ সেই ফোনে এক তরুণীর রক্তাক্ত দেহ পড়ে থাকার কথা জানানো হয় ৷ ঘটনাস্থল নয়াদিল্লির অরবিন্দ কলেজের কাছে বিজয় মণ্ডল পার্ক বলে জানানো হয় ৷ সঙ্গে সঙ্গে দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) ও অন্য শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান ৷ সেখানে গিয়ে পুলিশ দেখে, পার্কের বেঞ্চে রক্তাক্ত অবস্থায় এক তরুণী পড়ে রয়েছে ৷ পাশেই পড়ে একটি লোহার রড ৷ ওই লোহার রডেও রক্ত লেগে ছিল ৷

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তরুণীর ৷ ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত তদন্ত শুরু হয় ৷ বাজেয়াপ্ত করা হয় লোহার রডটিকে ৷ সঙ্গে সঙ্গে মেয়েটির সম্পর্কে তথ্য জোগাড়ের চেষ্টা করা হয় ৷ জানা যায়, মেয়েটি দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে কমলা নেহরু কলেজে পড়তেন ৷ সেই সূত্র ধরে খুঁজতেই অভিযুক্তের সন্ধান মেলে ৷ তার পর তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷ মেয়েটি তাঁর বিয়ের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এই খুন বলে পুলিশকে অভিযুক্ত জানিয়েছেন ৷

দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতি মালিওয়াল রাজধানী শহরে মহিলাদের নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন ৷ তিনি এই টুইট করেছেন ৷ সেখানে তাঁর দাবি, এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয় ৷ নয়াদিল্লিতে মহিলাদের নিরাপত্তা প্রশ্নের মুখে ৷ এই ঘটনায় তা আরও একবার প্রমাণিত হল ৷

আরও পড়ুন:দিল্লিতে মহিলাকে গুলি করে হত্যা, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু অভিযুক্তেরও

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে পশ্চিম দিল্লির ডাবরি এলাকায় একজন মহিলাকে গুলি করে হত্যা করা হয়েছে । তার পর এই তরুণীকে খুনের ঘটনা ৷ ফলে এই নিয়ে রাজধানী শহরের বাসিন্দাদের অনেকেই ক্ষুব্ধ ৷ তাঁরা নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details