নয়াদিল্লি, 9 ফেব্রুয়ারি: কর্নাটকের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের হিজাব পরা নিয়ে যে বিতর্ক (Hijab row) তৈরি হয়েছে, সে বিষয়ে এ বার মুখ খুললেন পাকিস্তানি সমাজকর্মী তথা নোবেল শান্তি পুরস্কারবিজয়ী মালালা ইউসুফজাই (Malala Yousafzai on hijab row)৷ হিজাব পরে ছাত্রীদের স্কুলে যেতে বাধা দেওয়ার ঘটনা ভয়ংকর (Malala Yousafzai news) বলে মত তাঁর ৷
এ প্রসঙ্গে টুইট করে নারী শিক্ষার প্রচারক মালালা (Pakistani activist and Nobel Peace Prize winner) লিখেছেন, "কলেজ আমাদের পড়াশোনা ও হিজাবের মধ্যে থেকে একটিকে বেছে নিতে জোর করছে (College is forcing us to choose between studies and the hijab)৷ হিজাব পরে ছাত্রীদের স্কুলে যেতে বাধা দেওয়া হলে তা ভয়ংকর ৷ কম পরবেন, নাকি বেশি পরবেন, সে বিষয়ে নারীর বস্তুনিষ্ঠতা বজায় রাখতে হবে ৷ মুসলিম মহিলাদের প্রান্তিক করে রাখার চেষ্টাকে ভারতীয় নেতাদের বন্ধ করা উচিত ৷"
কর্নাটকে ছাত্রীদের হিজাব পরা নিয়ে বিতর্ক শুরু হয় গত মাসে ৷ উদুপির একটি কলেজের প্রিন্সিপাল ছাত্রীদের হিজাব পরা নিয়ে আপত্তি তোলেন ৷ তারপর থেকে এই নিয়ে বিতর্ক গত কয়েকদিনে কয়েক গুণ বেড়ে গিয়েছে ৷ উদুপি কলেজের পাঁচজন ছাত্রী হিজাব পরায় বিধিনিষেধের বিরুদ্ধে কর্নাটক হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেছেন ৷ আজও সেই মামলার শুনানি রয়েছে ৷