কালাবুরাগী, 24 নভেম্বর: খসে পড়ছে পলেস্তারা, ইতিউতি ঢেকেছে আগাছায় । সরকারি স্কুলে কার্যত প্রাণ হাতে করে ক্লাস করতেন পড়ুয়ারা । অথচ নতুন বিল্ডিং তৈরি করা বা পুরনোটি সংস্কার করার আইনগত অনুমতি ছিল না । শেষ পর্যন্ত এগিয়ে এলেন গ্রামবাসীরা । অক্ষর জলি প্রচারের মাধ্যমে তুলে ফেললেন 1 কোটি টাকা । তা দিয়ে 5 একর জমি কিনে সরকারকে দান করা হল স্কুল এবং সরকারি ভবন বানানোর জন্য । ঘটনাটি ঘটেছে কর্নাটকের ঘাথারাগীতে (Donations for Survival of Govt School in Karnataka)।
স্থানীয় বিরাক্ত মঠের শিবানন্দ স্বামীজির নেতৃত্বে জমি কিনে সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে । এভাবেই শিশুদের ভবিষ্যৎ উজ্জ্বল করছে অক্ষরা জলি প্রচার । জানা গিয়েছে, গ্রামবাসীরা পাঁচ একর জমি কিনেছিল । তারমধ্যে আড়াই একর জমি শিক্ষা দফতরের কাছে হস্তান্তর করা হয়েছে । অন্যান্য সরকারি অফিস নির্মাণের জন্য আড়াই একর জমি সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে । বৃহস্পতিবার বিরাক্ত মঠের শিবানন্দ স্বামীজির উপস্থিতিতে, গ্রামবাসীরা ডিডিপিআই সাকরাপ্পা গৌড়াকে জমি হস্তান্তর করে ।