নয়াদিল্লি, 31 মে : কলার পরা ঈগল ঘিরে রহস্য ! সোমবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বাসভবনে একটি ঈগল ঢুকে পড়ে ৷ তার গলায় স্যাটেলাইট ট্র্যাকিং যন্ত্র লাগানো ছিল ৷ রাষ্ট্রপতি ভবনে কর্তব্যরত নিরাপত্তা কর্মী এই ঈগলটিকে রাষ্ট্রপতি ভবনের বাগানে মেঝেতে পড়ে থাকতে দেখেন ৷ এদিন দিল্লিজুড়ে প্রবল বৃষ্টি হয় ৷ সঙ্গে ঝোড়ো হাওয়া ৷ ঝড়ের তাণ্ডবে অনেক জায়গায় গাছ উপড়ে গিয়েছে (Collared eagle found in Presidential Palace garden put intel agencies on toes) ৷ সেই কারণেই কি পথ ভুলে বাগানে ঢুকে পড়েছিল পাখিটি ?
সূত্র অনুযায়ী, বিকেল 4.45 মিনিট নাগাদ ওই নিরাপত্তাকর্মী প্রেসিডেন্টের বাসভবনে ঈগলটিকে দেখতে পান ৷ কাছে গিয়ে তিনি খেয়াল করেন পাখিটির গলায় স্যাটেলাইট ট্র্যাকিং যন্ত্র লাগানো রয়েছে ৷ সঙ্গে সঙ্গে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল এবং গোয়েন্দা দফতরকে খবর দেওয়া হয় ৷ ঠিক কী হয়েছে, তা জানতে গোয়েন্দা দফতরের আধিকারিকেরা এবং দিল্লি পুলিশ রাষ্ট্রপতির বাসভবনে ছুটে আসেন ৷