পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Collared Eagle in Rashtrapati Bhavan : রাষ্ট্রপতি ভবনের বাগানে ঈগল ! গলায় স্যাটেলাইট ট্র্যাকিং যন্ত্র - Collared Eagle

সোমবার বিকেল নাগাদ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বাসভবনের বাগানে হঠাৎ একটি ঈগলের দেখা পাওয়া যায় ৷ হয়তো দিল্লির ঝড়-বৃষ্টিতে কোনও ভাবে সেটি বাগানে এসে পড়েছিল ৷ কিন্তু তার গলায় কলার পরানো (Collared Eagle in Rashtrapati Bhavan) ? কেন ?

Rashtrapati Bhavan News
নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবন

By

Published : May 31, 2022, 1:47 PM IST

Updated : May 31, 2022, 2:48 PM IST

নয়াদিল্লি, 31 মে : কলার পরা ঈগল ঘিরে রহস্য ! সোমবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বাসভবনে একটি ঈগল ঢুকে পড়ে ৷ তার গলায় স্যাটেলাইট ট্র্যাকিং যন্ত্র লাগানো ছিল ৷ রাষ্ট্রপতি ভবনে কর্তব্যরত নিরাপত্তা কর্মী এই ঈগলটিকে রাষ্ট্রপতি ভবনের বাগানে মেঝেতে পড়ে থাকতে দেখেন ৷ এদিন দিল্লিজুড়ে প্রবল বৃষ্টি হয় ৷ সঙ্গে ঝোড়ো হাওয়া ৷ ঝড়ের তাণ্ডবে অনেক জায়গায় গাছ উপড়ে গিয়েছে (Collared eagle found in Presidential Palace garden put intel agencies on toes) ৷ সেই কারণেই কি পথ ভুলে বাগানে ঢুকে পড়েছিল পাখিটি ?

সূত্র অনুযায়ী, বিকেল 4.45 মিনিট নাগাদ ওই নিরাপত্তাকর্মী প্রেসিডেন্টের বাসভবনে ঈগলটিকে দেখতে পান ৷ কাছে গিয়ে তিনি খেয়াল করেন পাখিটির গলায় স্যাটেলাইট ট্র্যাকিং যন্ত্র লাগানো রয়েছে ৷ সঙ্গে সঙ্গে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল এবং গোয়েন্দা দফতরকে খবর দেওয়া হয় ৷ ঠিক কী হয়েছে, তা জানতে গোয়েন্দা দফতরের আধিকারিকেরা এবং দিল্লি পুলিশ রাষ্ট্রপতির বাসভবনে ছুটে আসেন ৷

আরও পড়ুন : Padma Awards 2020 : গুণীজনদের হাতে পদ্ম সম্মান তুলে দিলেন রাষ্ট্রপতি

পরে তদন্ত করে জানা যায়, মুম্বইয়ের কয়েকজন বন্যপ্রাণী সংরক্ষণ বিশেষজ্ঞ ঈগলটির গলায় কলার পরিয়েছিলেন ৷ তার গতিবিধি, আচরণ কেমন, তা জানতে ৷ দিল্লির আধিকারিকরা মুম্বইয়ের বন্যপ্রাণী বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করে কথা বলেন ৷ তাঁরা ঈগলের গলায় ওই যন্ত্রের ব্যাপারটি নিশ্চিত করেন ৷ বিশেষজ্ঞদের কাছ থেকে আশ্বাস পেয়ে দিল্লি পুলিশ স্বস্তির নিঃশ্বাস ফেলে ৷

Last Updated : May 31, 2022, 2:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details