নয়াদিল্লি, 28 ডিসেম্বর:দিল্লিতেশৈত্যপ্রবাহ অব্যাহত ৷ ঘন কুয়াশার পুরু চাদরে বৃহস্পতিবার সকালে ঢাকল রাজধানী এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলি ৷ কুয়াশার ফলে দিল্লিতে ক্রমাগত ব্যাহত হচ্ছে বিমান পরিষেবা । ফ্লাইট ইনফরমেশন ডিসপ্লে সিস্টেম অনুসারে, "দিল্লি বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে প্রায় 134টি দেশীয় এবং আন্তর্জাতিক বিমানের ওঠা-নামায় দেরি হচ্ছে ।" এফআইডিএস জানিয়েছে, বুধবার কুয়াশার কারণে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক-সহ 100টিরও বেশি বিমানের ওঠা-নামায় বিলম্ব হয়েছিল । বুধবারও এই অঞ্চলে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছিল । বৃহস্পতিবারও জনজীবনে আবহাওয়ার প্রভাব পড়েছে ৷
অন্যদিকে ভারতীয় রেল জানিয়েছে, কুয়াশার কারণে দিল্লির বিভিন্ন এলাকায় প্রায় 22টি ট্রেন দেরিতে চলছে । আবহাওয়া বিভাগের তরফে জানানো হয়েছে, আগামী দু'দিনের মধ্যে উত্তর-পশ্চিম এবং সংলগ্ন মধ্য ভারতের কিছু অংশে ঘন থেকে খুব ঘন কুয়াশা অব্যাহত থাকতে পারে । আইএমডির তরফে পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তর রাজস্থান এবং উত্তর মধ্যপ্রদেশের জন্য ঘন কুয়াশা থাকার নির্দেশিকা জারি করেছে । সোশাল মিডিয়া এক্সে আবহাওয়া বিভাগ লিখেছে, "গাড়ি চালানোর সময় বা যেকোনও পরিবহনের মাধ্যমে বাইরে বের হওয়ার সময় সতর্ক থাকুন । গাড়ি চালানোর সময় ফগ লাইট ব্যবহার করুন । আপনার যাত্রার সময়সূচির জন্য এয়ারলাইনস, রেলওয়ে এবং রাষ্ট্রীয় পরিবহনের সঙ্গে যোগাযোগ করুন ৷"