পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jan 29, 2021, 2:16 PM IST

ETV Bharat / bharat

শৈত্যপ্রবাহের জেরে ঠান্ডা বাড়ল কাশ্মীরে

জম্মু ও কাশ্মীরে এখন তীব্র ঠান্ডা ৷ শ্রীনগরের তাপমাত্রা মাইনাস 7.7 ডিগ্রি সেলসিয়াস ৷ তবে এখন পশ্চিমী ঝঞ্ঝার কারণে বেশি তুষারপাত হওয়ার সম্ভাবনা নেই বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে৷

শৈত্যপ্রবাহের জেরে ঠান্ডা বাড়ল কাশ্মীরে
শৈত্যপ্রবাহের জেরে ঠান্ডা বাড়ল কাশ্মীরে

শ্রীনগর, 29 জানুয়ারি : কাশ্মীর উপত্যকায় শুক্রবার শৈত্যপ্রবাহ আরও বৃদ্ধি পেল ৷ শ্রীনগরের তাপমাত্রা কমে হল মাইনাস 7.7 ডিগ্রি সেলসিয়াস ৷ আবহাওয়া দপ্তরের তরফে জানা গিয়েছে যে 31 জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা শুষ্কই থাকবে ৷ তবে 3 ফেব্রুয়ারি হালকা তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷

জম্মু ও কাশ্মীর এবং লাদাখের আবহাওয়া দপ্তরের ডিরেক্টর সোনাম লোটাস জানিয়েছেন যে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে বেশি তুষারপাত হওয়ার সম্ভাবনা নেই ৷ ভারী তুষারপাত হবে এমন গুজব ছড়ানো উচিত নয় ৷

এদিকে জম্মু ও কাশ্মীরে এখন 40 দিনের লম্বা কনকনে ঠান্ডার সময় ‘চিল্লাই কালান’ আগামী 31 জানুয়ারি শেষ হয়ে যায়৷ শুক্রবার পহেলগাঁও-এর তাপমাত্রা ছিল মাইনাস 12.1 ডিগ্রি সেলসিয়াস, লেহ গুলমার্গ, কারগিল ও দ্রাসের তাপমাত্রা যথাক্রমে মাইনাস 11.5, মাইনাস 13.4, মাইনাস 19.4 ও মাইনাস 19.6 ৷

আরও পড়ুন :পরিযায়ী শ্রমিকদের জন্য সরকার রেকর্ড পরিমাণ প্যাকেজ ঘোষণা করেছে : রাষ্ট্রপতি

জম্মু শহরে 6.4 ডিগ্রি সেলসিয়াস, কাটরার তাপমাত্রা 5.4 ডিগ্রি সেলসিয়াস, বাটোটের তাপমাত্রা 0.1 ডিগ্রি সেলসিয়াস৷ এদিকে বানিহালের তাপমাত্রা মাইনাস 2.4 ডিগ্রি সেলসিয়াস ও ভাদেরওয়ার তাপমাত্রা মাইনাস 2.1 ডিগ্রি সেলসিয়াস৷

ABOUT THE AUTHOR

...view details