পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Manipur Violence: ইম্ফলে জনসমাবেশ থেকে কুকি জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধের ডাক

অশান্ত মণিপুরে সেখানকার অখণ্ডতা রক্ষার উদ্দেশ্য়ে তৈরি সংগঠন কোকোমি কুকি জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল ৷ বুধবার ইম্ফলের এক জনসমাবেশ থেকে এই ঘোষণা করা হয়েছে ৷

Manipur Violence
Manipur Violence

By

Published : Jun 8, 2023, 1:48 PM IST

তেজপুর (অসম), 7 জুন: চিন-কুকি নারকো জঙ্গিদের বিরুদ্ধে মণিপুরী জাতীয় যুদ্ধ ঘোষণা হল ৷ এই ঘোষণা করেছে দ্য কোঅর্ডিনেটিং কমিটি অন মণিপুর ইন্টিগ্রিটি বা কোকোমি ৷ বুধবার মণিপুরের ইম্ফল পূর্ব জেলার ইবোইমা শুমাং লীলা সাংলেন প্যালেস কম্পাউন্ডে তাদের তরফে জনসমাবেশের ডাক দেওয়া হয়েছিল ৷ সেই সমাবেশ থেকেই এই ঘোষণা করা হয় ৷

একই সঙ্গে মণিপুরে সাম্প্রতিক যে হিংসা ছড়িয়েছে, তার জন্য কোকোমির তরফে ওই জনসমাবেশ থেকে ভারত সরকারকেই দায়ী করা হয়েছে ৷ তাদের দাবি, চিন-কুকি নারকো জঙ্গিদের সঙ্গে মেটেই সম্প্রদায়ের মধ্যে সংকট কেন্দ্রের সরকারের জন্যই তৈরি হয়েছে ৷ পাশাপাশি বৈঠক থেকে রাজ্যের সকল জাতিগোষ্ঠীকে চিন-কুকি নারকো জঙ্গিদের বিরুদ্ধে সম্মিলিতভাবে যুদ্ধ করার আহ্বান জানানো হয় ।

জনসমাবেশ থেকে দাবি করা হয়েছে যে চিন-কুকি নারকো জঙ্গিদের বিরুদ্ধে জাতীয় যুদ্ধ ঘোষণার পরে রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে ৷ ফলে রাজ্যে ধর্মীয় আচার ব্যতীত সমস্ত উৎসব ও বিনোদনমূলক অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে । ওই জনসমাবেশ থেকে সিদ্ধান্ত হয়েছে যে চিন-কুকি নারকো জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ ও বহিরাগত আগ্রাসনের অবসান না হওয়ায় অস্ত্র জমা দেওয়া হবে না ৷ পাহাড়ি এলাকায় কুকি সন্ত্রাসী ও বহিরাগত হানাদারদের বিরুদ্ধে অভিযানের আগে মণিপুর উপত্যকায় কোনোরকম সামরিক তল্লাশি চালানো যাবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ৷

জনসমাবেশে আরও সিদ্ধান্ত হয় যে গোলমালের জেরে যাঁরা ‘শহিদ’ হয়েছেন, তাঁদের স্মরণে একটি মেমোরিয়াল পার্ক তৈরি করা হবে ৷ তাদের দাবি, রাজ্যের প্রতিটি গ্রামকে সুরক্ষিত করার জন্য সরকারের উচিত গ্রাম প্রতিরক্ষা বাহিনী গঠন করা । বৈঠকে কুকি সন্ত্রাসীদের আক্রমণ থেকে গ্রামগুলোকে রক্ষার জন্য যত তাড়াতাড়ি সম্ভব অস্ত্রের লাইসেন্স দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয় ।

আরও পড়ুন:বিক্ষোভের আগুন অ্যাম্বুলেন্সে, মণিপুরে পুড়িয়ে মারা হল মা ও ছেলেকে

ABOUT THE AUTHOR

...view details