পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Coal Crisis : ক্যাপটিভ মাইনগুলি থেকে বিদ্যুৎ খাতে কয়লা সরবরাহ বাড়াবে কয়লামন্ত্রক - কয়লামন্ত্রক

কয়লামন্ত্রক জানিয়েছে, বিদ্যুৎ খাতে জ্বালানি সরবরাহ বাড়ানোর জন্য পদক্ষেপ করা হচ্ছে সরকারের তরফে ৷ এক্ষেত্রে ক্যাপটিভ মাইনগুলিকে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সেখান থেকে পাওয়ার প্ল্যান্টগুলিকে কয়লা সরবরাহ করা হবে ৷

Coal Crisis in India
Coal Crisis in India

By

Published : Oct 16, 2021, 1:03 PM IST

নয়াদিল্লি, 16 অক্টোবর : দেশের চরম বিদ্যুৎ সঙ্কটের মধ্যেই খানিক আশার কথা শোনাল কয়লামন্ত্রক ৷ ক্যাপটিভ মাইনগুলি থেকে বিদ্যুৎ খাতে জ্বালানি সরবরাহ বাড়ানোর সিদ্ধান্তের কথা জানানো হয়েছে মন্ত্রকের তরফে ৷ একটি বিবৃতিতে জানানো হয়েছে, বিদ্যুৎ খাতে জ্বালানি সরবরাহ বাড়ানোর জন্য পদক্ষেপ করা হচ্ছে সরকারের তরফে ৷ এক্ষেত্রে ক্যাপটিভ কয়লা খনিগুলিকে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সেখান থেকে পাওয়ার প্ল্যান্টগুলিকে কয়লা সরবরাহ করা হবে ৷ ক্যাপটিভ মাইনের ব্লকগুলির মালিকানাধীন কোম্পানিগুলির একচেটিয়া ব্যবহারের জন্য কয়লা বা খনিজ উৎপাদন করে ।

ইতিমধ্যেই ওড়িশায় এনটিপিসিকে (NTPC) এনএলসি ইন্ডিয়ার (NLC India) তালাবিরা-II এবং III খনি থেকে কয়লা সরবরাহের প্রস্তাব দিয়েছে কয়লামন্ত্রক ৷ এক্ষেত্রে তালাবিরা-II এবং III ওপেন কাস্ট প্রজেক্ট (OPC) এবং এনটিপিসির দারলিপালি এবং লারা পাওয়ার প্ল্যান্ট একত্রে কাজ করছে ৷ কয়লামন্ত্রকের নির্দেশ পাওয়ার 24 ঘণ্টার মধ্যে ওড়িশা সরকার খনি বিভাগ থেকে অনুমতি নিয়ে দারলিপালি বিদ্যুৎকেন্দ্রে কয়লা সরবরাহ শুরু করেছে ৷

কয়লামন্ত্রকের অধীনস্থ নবরত্ন কোম্পানি এনএলসি ইন্ডিয়া লিমিটেড ওড়িশায় বার্ষিক 2 কোটি টন কয়লা উত্তোলন করে তালাবিরা-II ও III খনি থেকে ৷ এই দুই খনির ওপেন কাস্ট প্রজেক্ট 2020-21 অর্থবর্ষের কয়লা উত্তোলন শুরু করে দিয়েছে ৷ এনএলসি ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ওড়িশায় বছরে আরও 1 কোটি টন করে কয়লা উত্তোলনের চেষ্টা করা হচ্ছে ৷ আগামী বছরে সেই লক্ষ্যমাত্রা বাড়িয়ে আরও 2 কোটি করে কয়লা উত্তোলন করার পরিকল্পনা রয়েছে তাদের ৷

এনএলসি ইন্ডিয়ার তরফে আরও জানানো হয়েছে, দেশের বর্তমান বিদ্যুৎ সঙ্কট এবং তার পিছনে থাকা কয়লা ঘাটতির কথা মাথায় রেখে চলতি বছরে পূর্ব নির্ধারিত চারটি এমটিপিএ'র (Million Tonnes Per Annum- MTPA) জায়গায় ছ'টি এমটিপিএ'র লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ৷ তাই চলতি বছরের জন্য 10 এমটিপিএ এবং আগামী বছর থেকে 20 এমটিপিএ পর্যন্ত অতিরিক্ত কয়লা তালাবিরা খনি থেকে উত্তোলনের সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে ৷ এর মাধ্যমে শুধু যে জ্বালানি কাঠের ব্যবহার কমবে তা নয়, বাজারেও কয়লা সরবরাহ করা যাবে ।

আরও পড়ুন : Coal Crisis : দেশে কয়লার ঘাটতি থাকলেও আশঙ্কা অমূলক, দাবি কেন্দ্রীয় কয়লা মন্ত্রীর

ABOUT THE AUTHOR

...view details