পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Coal Crisis in Delhi : কয়লা সঙ্কটের ব্যাপক আঁচ রাজধানীতে, মেট্রো-হাসপাতাল পরিষেবা নিয়ে উদ্বিগ্ন দিল্লি সরকার - কয়লা সঙ্কটের ব্যাপক আঁচ রাজধানীতে, মেট্রো-হাসপাতাল পরিষেবা নিয়ে উদ্বিগ্ন দিল্লি সরকার

রাজধানীতে কয়লা সঙ্কটের কথা জানিয়েছে অরবিন্দ কেজরিওয়াল সরকার (Severe Coal crisis in Delhi) ৷ বিবৃতিতে দিল্লি সরকার জানিয়েছে. দাদরি-2 এবং উঞ্চাচর বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র থেকে বিদ্যুতের অপর্যাপ্ত জোগানের কারণে গুরুত্বপূর্ণ পরিষেবাগুলো ব্যাহত হতে পারে ৷

Coal Crisis in Delhi News
কয়লা সঙ্কটের ব্যাপক আঁচ রাজধানীতে, মেট্রো-হাসপাতাল পরিষেবা নিয়ে উদ্বিগ্ন দিল্লি সরকার

By

Published : Apr 29, 2022, 11:08 AM IST

নয়াদিল্লি, 29 এপ্রিল : দেশজুড়ে কয়লা সঙ্কটের ব্যাপক আঁচ রাজধানী নয়াদিল্লিতে ৷ অবস্থা এতটাই বেগতিক সতর্কবার্তা জারি করে অরবিন্দ কেজরিওয়ালের সরকার জানিয়েছে, মেট্রো এবং হাসপাতালের মত গুরুত্বপূর্ণ পরিষেবাগুলো ব্যাপকভাবে বিঘ্নিত হতে পারে কয়লা সঙ্কটের জেরে (Coal crisis in Delhi may face power disruption in Metro and hospital services) ৷

দিল্লি সরকার জানিয়েছে, "দাদরি-2 এবং উঞ্চাহার বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র থেকে বিদ্যুতের অপর্যাপ্ত জোগানের কারণে গুরুত্বপূর্ণ পরিষেবাগুলো ব্যাহত হতে পারে ৷ দিল্লি মেট্রো এবং দিল্লির সরকারি হাসপাতালগুলোতে 24 ঘণ্টা বিদ্যুতের জোগান দেওয়া সম্ভব নাও হতে পারে ৷" উল্লেখ্য, এই দুই তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে 828 মেগা ওয়াট বিদ্যুৎ পেয়ে থাকে দিল্লি ৷ এর মধ্যে দাদরি-2 প্রতিদিন 728 মেগা ওয়াট বিদ্যুতের জোগান দেয় রাজধানীতে ৷

দিল্লির বিদ্যুৎমন্ত্রী সত্যেন্দ্র জৈন কেন্দ্রীয় সরকারকে ইতিমধ্যেই খোলা চিঠিতে দ্রুত সমস্যা সমাধান করার আর্জি জানিয়েছেন (Delhi Power Minister Satyendar Jain writes letter to the Union government) ৷ রাজধানীর বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোতে পর্যাপ্ত কয়লার ব্যবস্থা করে দিতে কেন্দ্রকে অনুরোধ করেছেন জৈন ৷ কেন্দ্র পরিস্থিতি পর্যালোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে বলেও জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : একটানা রোদে 30-40 মিনিটের বেশি কাজ নয়, বার্তা স্বাস্থ্য দফতরের

এমনিতেই দাবদাহে পুড়ছে রাজধানী দিল্লি ৷ এমন সময় বিদ্যুতের অপর্যাপ্ত জোগানে পাওয়ার কাটের ঘটনা বাড়িতে থাকা সাধারণ মানুষকেও যথেষ্ট সমস্যায় ফেলবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সত্যেন্দ্র জৈন ৷ তাঁর কথায়, "তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোই রাজধানীর বিদ্যুতের পর্যাপ্ত জোগানের উৎস ৷ দিল্লি মেট্রো রেল কর্পোরেশন, হাসপাতাল এবং গৃহস্থালীতে নির্বিঘ্নে বিদ্যুৎ সরবরাহ করে এই তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোই ৷"

ABOUT THE AUTHOR

...view details