নয়াদিল্লি, 19 জানুয়ারি: কোচিং সেন্টারে ভরতি নিয়ে নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ৷ যেখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, 16 বছরের কম বয়সী পড়ুয়াদের কোচিং সেন্টারগুলিতে ভরতি করানো যাবে না ৷ একমাত্র মাধ্যমিক বা দশম শ্রেণির বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া পড়ুয়ারা কোচিং সেন্টারে ভরতি হওয়ার ছাড়পত্র পাবে ৷ সেই সঙ্গে কোচিং সেন্টারগুলি থেকে ভালো ব়্যাংক করার মতো বিভ্রান্তিকর প্রতিশ্রুতি দেওয়া যাবে না, বলে জানানো হয়েছে ৷
সেই সঙ্গে এই সমস্ত কোচিং সেন্টারগুলিকে নিয়ন্ত্রণের জন্য নির্দিষ্ট আইনি পরিকাঠামো তৈরি করা কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রক ৷ যেখানে ব্যাঙের ছাতার মতো কোচিং সেন্টার গজিয়ে ওঠার যে বাড়বাড়ন্ত, তা বন্ধ করাই লক্ষ্য কেন্দ্রে ৷ উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কোচিং সেন্টারগুলির চাপে পড়ুয়াদের আত্মহত্যা, অগ্নিকাণ্ড, কোচিং সেন্টারগুলিতে সুযোগ সুবিধার অভাব-সহ একাধিক অভিযোগ উঠেছে ৷ তার প্রেক্ষিতেই শিক্ষা মন্ত্রক এই নির্দেশিকা জারি করেছে ৷
কেন্দ্রের তরফে কোচিং সেন্টারগুলির উদ্দেশে নির্দিষ্ট কিছু নির্দেশিকা জারি করা হয়েছে ৷ বলা হয়েছে,
- স্নাতক নন এমন কাউকে শিক্ষক বা শিক্ষিকা হিসেবে নিয়োগ করা যাবে না
- কোচিং সেন্টারে ভরতি হলেই, ভালো নম্বর পাওয়া যাবে বা ব়্যাংক করবে, এমন মিথ্যে প্রতিশ্রুতি অভিভাবক বা পড়ুয়াদের দেওয়া যাবে না
- 16 বছরের নিচে কোনও পড়ুয়াকে কোচিং সেন্টা ভরতি নেওয়ার উপর নিষেধাজ্ঞা ৷ মাধ্যমিক বা দশম শ্রেণি বোর্ডের পরীক্ষা উত্তীর্ণ হলেই, পড়ুয়ারা কোচিং সেন্টা ভরতি হওয়ার যোগ্যতা লাভ করবে ৷
- প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, কোচিংয়ের মান, প্রদত্ত সুযোগ-সুবিধা বা কোচিং সেন্টারের ছাত্রছাত্রীদের প্রাপ্ত ফলাফলের সঙ্গে সম্পর্কিত যে কোনও বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রকাশ করা যাবে না ৷
- প্রতি শিক্ষার্থীর জন্য ন্যূনতম স্থানের ব্যবস্থা করতে না পারলে, কোনও কোচিং সেন্টারকে রেজিস্ট্রেশন দেওয়া যাবে না ৷
উল্লেখ্য, কেন্দ্রের এই নির্দেশিকার পরেই আজ কংগ্রেস সভাপতি তথা 'ইন্ডিয়া' জোটের আহ্বায়ক মল্লিকার্জুন খাড়গে মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন ৷ তিনি সোশাল মিডিয়া সাইটে লিখেছেন, "'অমৃত কাল'-এর চেয়েও আমাদের ভারতের জন্য 'শিক্ষা কাল' দরকার ৷ 2024 সালে ভারতের পড়ুয়াদের জন্য মোদি সরকারের থেকে আমাদের 'ন্যায়' সুনিশ্চিত করতে হবে ৷ কারণ, শিক্ষাক্ষেত্রে এই সরকারের সার্বিক নম্বর ব্যর্থতার দিকে এগিয়েছে ৷" এমনকি একটি 35 সেকেন্ডের ভিডিয়ো পোস্ট করেছেন খাড়গে ৷ যেখানে অভিযোগ করা হয়েছে, বিজেপি দেশের যুবসমাজের ভবিষ্যৎকে ধ্বংস করছে ৷
আরও পড়ুন:
- কেন্দ্রের মুখে রাজ্যের সুখ্যাতি, শিক্ষা পরিকাঠামোর প্রশংসা কেন্দ্রীয় পরিদর্শক দলের
- শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে গেরুয়া রং করার কেন্দ্রীয় নির্দেশ মানবে না রাজ্য, মোদিকে জানালেন মমতা
- শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার সিদ্দারামাইয়ার, তীব্র কটাক্ষ বিজেপি'র