পশ্চিমবঙ্গ

west bengal

16 বছরের নিচে পড়ুয়াদের কোচিং সেন্টারে ভরতি নয়, নির্দেশিকা জারি কেন্দ্রের

By PTI

Published : Jan 19, 2024, 1:17 PM IST

Coaching Centres Cannot Enrol Students Below 16 Years: পড়ুয়াদের আত্মহত্যা, ভুয়ো প্রতিশ্রতি-সহ একাধিক অভিযোগ আসছিল দেশের বিভিন্ন কোচিং সেন্টারগুলি থেকে ৷ এবার সেই নিয়ে নয়া নির্দেশিকা জারি করেছে শিক্ষা মন্ত্রক ৷ জানিয়েছে দেওয়া হয়েছে মাধ্যমিক দেয়নি এমন পড়ুয়াদের কোচিং সেন্টারগুলিতে ভরতি করানো যাবে না ৷

ETV BHARAT File
ETV BHARAT File

নয়াদিল্লি, 19 জানুয়ারি: কোচিং সেন্টারে ভরতি নিয়ে নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ৷ যেখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, 16 বছরের কম বয়সী পড়ুয়াদের কোচিং সেন্টারগুলিতে ভরতি করানো যাবে না ৷ একমাত্র মাধ্যমিক বা দশম শ্রেণির বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া পড়ুয়ারা কোচিং সেন্টারে ভরতি হওয়ার ছাড়পত্র পাবে ৷ সেই সঙ্গে কোচিং সেন্টারগুলি থেকে ভালো ব়্যাংক করার মতো বিভ্রান্তিকর প্রতিশ্রুতি দেওয়া যাবে না, বলে জানানো হয়েছে ৷

সেই সঙ্গে এই সমস্ত কোচিং সেন্টারগুলিকে নিয়ন্ত্রণের জন্য নির্দিষ্ট আইনি পরিকাঠামো তৈরি করা কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রক ৷ যেখানে ব্যাঙের ছাতার মতো কোচিং সেন্টার গজিয়ে ওঠার যে বাড়বাড়ন্ত, তা বন্ধ করাই লক্ষ্য কেন্দ্রে ৷ উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কোচিং সেন্টারগুলির চাপে পড়ুয়াদের আত্মহত্যা, অগ্নিকাণ্ড, কোচিং সেন্টারগুলিতে সুযোগ সুবিধার অভাব-সহ একাধিক অভিযোগ উঠেছে ৷ তার প্রেক্ষিতেই শিক্ষা মন্ত্রক এই নির্দেশিকা জারি করেছে ৷

কেন্দ্রের তরফে কোচিং সেন্টারগুলির উদ্দেশে নির্দিষ্ট কিছু নির্দেশিকা জারি করা হয়েছে ৷ বলা হয়েছে,

  • স্নাতক নন এমন কাউকে শিক্ষক বা শিক্ষিকা হিসেবে নিয়োগ করা যাবে না
  • কোচিং সেন্টারে ভরতি হলেই, ভালো নম্বর পাওয়া যাবে বা ব়্যাংক করবে, এমন মিথ্যে প্রতিশ্রুতি অভিভাবক বা পড়ুয়াদের দেওয়া যাবে না
  • 16 বছরের নিচে কোনও পড়ুয়াকে কোচিং সেন্টা ভরতি নেওয়ার উপর নিষেধাজ্ঞা ৷ মাধ্যমিক বা দশম শ্রেণি বোর্ডের পরীক্ষা উত্তীর্ণ হলেই, পড়ুয়ারা কোচিং সেন্টা ভরতি হওয়ার যোগ্যতা লাভ করবে ৷
  • প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, কোচিংয়ের মান, প্রদত্ত সুযোগ-সুবিধা বা কোচিং সেন্টারের ছাত্রছাত্রীদের প্রাপ্ত ফলাফলের সঙ্গে সম্পর্কিত যে কোনও বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রকাশ করা যাবে না ৷
  • প্রতি শিক্ষার্থীর জন্য ন্যূনতম স্থানের ব্যবস্থা করতে না পারলে, কোনও কোচিং সেন্টারকে রেজিস্ট্রেশন দেওয়া যাবে না ৷

উল্লেখ্য, কেন্দ্রের এই নির্দেশিকার পরেই আজ কংগ্রেস সভাপতি তথা 'ইন্ডিয়া' জোটের আহ্বায়ক মল্লিকার্জুন খাড়গে মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন ৷ তিনি সোশাল মিডিয়া সাইটে লিখেছেন, "'অমৃত কাল'-এর চেয়েও আমাদের ভারতের জন্য 'শিক্ষা কাল' দরকার ৷ 2024 সালে ভারতের পড়ুয়াদের জন্য মোদি সরকারের থেকে আমাদের 'ন্যায়' সুনিশ্চিত করতে হবে ৷ কারণ, শিক্ষাক্ষেত্রে এই সরকারের সার্বিক নম্বর ব্যর্থতার দিকে এগিয়েছে ৷" এমনকি একটি 35 সেকেন্ডের ভিডিয়ো পোস্ট করেছেন খাড়গে ৷ যেখানে অভিযোগ করা হয়েছে, বিজেপি দেশের যুবসমাজের ভবিষ্যৎকে ধ্বংস করছে ৷

আরও পড়ুন:

  1. কেন্দ্রের মুখে রাজ্যের সুখ্যাতি, শিক্ষা পরিকাঠামোর প্রশংসা কেন্দ্রীয় পরিদর্শক দলের
  2. শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে গেরুয়া রং করার কেন্দ্রীয় নির্দেশ মানবে না রাজ্য, মোদিকে জানালেন মমতা
  3. শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার সিদ্দারামাইয়ার, তীব্র কটাক্ষ বিজেপি'র

ABOUT THE AUTHOR

...view details