নাগপুর, 17 জানুয়ারি: চলন্ত ট্রেনের শৌচালয়ে এক নাবালিকাকে শারীরিক নিগ্রহের অভিযোগে কোচ অ্যাটেন্ড্যান্টকে গ্রেফতার করল পুলিশ ৷ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু-পটনা পাটলিপুত্র এক্সপ্রেসে ৷ নাগপুর জংশনে ট্রেন পৌঁছলে অন্যান্য যাত্রীরা অভিযুক্তকে আরপিএফের হাতে তুলে দেয় ৷ পরে লোহমার্গ থানার পুলিশের হাতে অভিযুক্তকে তুলে দেওয়া হয়েছে ৷ পুলিশ পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷
জানা গিয়েছে, বেঙ্গালুরু-পটনা পাটলিপুত্র এক্সপ্রেস নাগপুর স্টেশনে ঢোকার আগে বছর নয়েকের ওই নাবালিকা শৌচালয়ে যাচ্ছিল ৷ সেই সময় কম্পার্টমেন্টের বাইরে বসেছিলেন অভিযুক্ত কোচ অ্যাটেন্ড্যান্ট ৷ অভিযোগ তিনি নাবালিকার পথ আটকান ৷ সেখানে নাবালিকাকে নানাভাবে হেনস্থা করা হয় ৷ এরপর সে শৌচালয়ে ঢোকার সময় অভিযুক্ত কোচ অ্যাটেন্ড্যান্টও ভিতরে ঢুকে যায় ৷ এর পর শৌচালয়ের ভিতরে নাবালিকার শরীরের বিভিন্ন অংশে অনৈতিক স্পর্শ করতে শুরু করে বলে অভিযোগ ৷
ভয় পেয়ে নাবালিকা চিৎকার করতে শুরু করে ৷ তখনই ট্রেনের অন্যান্য যাত্রীরা সজাগ হয়ে যায় ৷ তারাই শৌচালয় থেকে বাচ্চাটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত কোচ অ্যাটেন্ড্যান্টকে ধরে ফেলে ৷ নাবালিকার থেকে সব কথা শুনে যাত্রীরা আরপিএফে খবর দেয় ৷ নাগপুর স্টেশন আসতে অভিযুক্ত কোচ অ্যাটেন্ড্যান্টকে আরপিএফের হাতে তুলে দেওয়া হয় ৷ পরে লোহমার্গ থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে ৷
উল্লেখ্য, ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো বা এনসিআরবির তথ্য অনুযায়ী, 2020 সাল থেকে দেশে 28.9 শতাংশ বাচ্চা শারীরিক নিগ্রহের শিকার হয়েছে ৷ যার মধ্যে 65.6 শতাংশ ক্ষেত্রে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ এমনকী কোভিড-19 লকডাউনের সময় বাচ্চাদের উপর হিংসা এবং শারীরিক নিগ্রহের ফোনে মোট 92 হাজার 105 টি অভিযোগ এসেছিল ফোন কলের মাধ্যমে ৷
আরও পড়ুন:
- নাবালিকাকে যৌন হেনস্থা, অভিযুক্তকে দশ বছরের কারাদণ্ডের নির্দেশ
- ভাচাতির যৌন হেনস্থার ঘটনায় দোষীদের সাজা বহাল হাইকোর্টে
- নাবালিকাকে যৌন হেনস্থা করে খুনের অভিযোগে গ্রেফতার পড়শি যুবক, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর