পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ট্রেনের শৌচালয়ে নাবালিকার শ্লীলতাহানির চেষ্টা, গ্রেফতার কোচ অ্যাটেন্ড্যান্ট - Attempts to Molest

Molest Attempt to a Minor: বেঙ্গালুরু-পটনা পাটলিপুত্র এক্সপ্রেসে 9 বছরের একটি বাচ্চা মেয়ের শ্লীলতাহানির অভিযোগ ৷ ঘটনায় নাগপুর স্টেশনে ট্রেনের কোচ অ্যাটেন্ড্যান্টকে আরপিএফের হাতে তুলে দিল যাত্রীরা ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2024, 3:28 PM IST

নাগপুর, 17 জানুয়ারি: চলন্ত ট্রেনের শৌচালয়ে এক নাবালিকাকে শারীরিক নিগ্রহের অভিযোগে কোচ অ্যাটেন্ড্যান্টকে গ্রেফতার করল পুলিশ ৷ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু-পটনা পাটলিপুত্র এক্সপ্রেসে ৷ নাগপুর জংশনে ট্রেন পৌঁছলে অন্যান্য যাত্রীরা অভিযুক্তকে আরপিএফের হাতে তুলে দেয় ৷ পরে লোহমার্গ থানার পুলিশের হাতে অভিযুক্তকে তুলে দেওয়া হয়েছে ৷ পুলিশ পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷

জানা গিয়েছে, বেঙ্গালুরু-পটনা পাটলিপুত্র এক্সপ্রেস নাগপুর স্টেশনে ঢোকার আগে বছর নয়েকের ওই নাবালিকা শৌচালয়ে যাচ্ছিল ৷ সেই সময় কম্পার্টমেন্টের বাইরে বসেছিলেন অভিযুক্ত কোচ অ্যাটেন্ড্যান্ট ৷ অভিযোগ তিনি নাবালিকার পথ আটকান ৷ সেখানে নাবালিকাকে নানাভাবে হেনস্থা করা হয় ৷ এরপর সে শৌচালয়ে ঢোকার সময় অভিযুক্ত কোচ অ্যাটেন্ড্যান্টও ভিতরে ঢুকে যায় ৷ এর পর শৌচালয়ের ভিতরে নাবালিকার শরীরের বিভিন্ন অংশে অনৈতিক স্পর্শ করতে শুরু করে বলে অভিযোগ ৷

ভয় পেয়ে নাবালিকা চিৎকার করতে শুরু করে ৷ তখনই ট্রেনের অন্যান্য যাত্রীরা সজাগ হয়ে যায় ৷ তারাই শৌচালয় থেকে বাচ্চাটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত কোচ অ্যাটেন্ড্যান্টকে ধরে ফেলে ৷ নাবালিকার থেকে সব কথা শুনে যাত্রীরা আরপিএফে খবর দেয় ৷ নাগপুর স্টেশন আসতে অভিযুক্ত কোচ অ্যাটেন্ড্যান্টকে আরপিএফের হাতে তুলে দেওয়া হয় ৷ পরে লোহমার্গ থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে ৷

উল্লেখ্য, ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো বা এনসিআরবির তথ্য অনুযায়ী, 2020 সাল থেকে দেশে 28.9 শতাংশ বাচ্চা শারীরিক নিগ্রহের শিকার হয়েছে ৷ যার মধ্যে 65.6 শতাংশ ক্ষেত্রে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ এমনকী কোভিড-19 লকডাউনের সময় বাচ্চাদের উপর হিংসা এবং শারীরিক নিগ্রহের ফোনে মোট 92 হাজার 105 টি অভিযোগ এসেছিল ফোন কলের মাধ্যমে ৷

আরও পড়ুন:

  1. নাবালিকাকে যৌন হেনস্থা, অভিযুক্তকে দশ বছরের কারাদণ্ডের নির্দেশ
  2. ভাচাতির যৌন হেনস্থার ঘটনায় দোষীদের সাজা বহাল হাইকোর্টে
  3. নাবালিকাকে যৌন হেনস্থা করে খুনের অভিযোগে গ্রেফতার পড়শি যুবক, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর

ABOUT THE AUTHOR

...view details