নয়াদিল্লি, 8 অক্টোবর: সিএনজি ও পাইপ লাইনের মাধ্যমে যাওয়া রান্নার গ্যাস বা পিএনজি’র দাম প্রতি ধাপে 3 টাকা করে বাড়ানো হয়েছে (CNG and PNG Prices Hike by Rs 3 Per Unit) ৷ মূলত রাজধানী দিল্লিতে প্রাকৃতিক এই গ্যাসের দাম বাড়ানো হয়েছে ৷ অন্যদিকে, প্রায় 4 মাস পর সিএনজি’র দাম প্রতি কেজিতে 3 টাকা করে বাড়ানো হয়েছে দিল্লিতে ৷ যেখানে প্রায় 2 মাস পর প্রতি কিউব মিটারে 3 টাকা করে পাইপ লাইনের প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানো হয়েছে ৷
এ দিনের মূল্যবৃদ্ধির পর দিল্লিতে সিএনজি’র দাম হয়েছে 78.61 টাকা ৷ ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেডের ওয়েব সাইটে এমনই তথ্য দেওয়া হয়েছে ৷ এই সংস্থার মাধ্যমেই দিল্লি এবং তার সংলগ্ন এলাকায় সিএনজি ও পাইপ লাইনে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হয় ৷ 7 মার্চ থেকে এ নিয়ে মোট 14 বার সিএনজি ও পাইপ লাইন গ্যাসের দাম বেড়েছে ৷ গত 21 মে শেষবার 2 টাকা প্রতি কেজি সিএনজি’র দাম বেড়েছিল ৷ আর তার মাঝে মোট 22.60 টাকা সিএনজি’র দাম বেড়েছে ৷ আর 2021 সালের এপ্রিল মাস থেকে জাতীয় রাজধানীতে সিএনজি’র দাম 35.21 টাকা প্রতি কেজি হিসাবে বেড়েছে ৷