উত্তরপ্রদেশ, 4 অক্টোবর:ভয়াবহ পথ দুর্ঘটনায় মত্যু হল আট জনের ৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক নাবালক ৷ বুধবার সকালে উত্তর প্রদেশের বারাণসীর কারক্ষীয়াভ এলাকার দুর্ঘটনাটি ঘটে ৷ ঘটনায় ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ ৷ আহতদের যথাযাথ চিকিৎসার বন্দোবস্ত করার আশ্বাস দিয়েছেন তিনি ৷
দুর্ঘটনার পর শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে একটি শোকবার্তায় জানানো হয়েছে, দুর্ঘটনাগ্রস্তদের ইতিমধ্যে জেলা হাসাপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ৷ শিশুটির দ্রুত আরোগ্য কামনারও করেছেন ৷ চিকিৎসা যাতে যথাযথ হয় সেই ব্যপারেও সমস্তরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন ৷
আরও পডুন:লরি ও বাইকের সংঘর্ষে মৃত্যু বাবা-ছেলের
জানা গিয়েছে, একটি ট্রাকের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ হয় বিহারের কাইমুর জাতীয় সড়কে ৷ গাড়ির মধ্যে অন্যান্য যাত্রীদের সঙ্গে একটি তিন বছরের শিশুও ছিল ৷ দুর্ঘটনায় সকলের মত্যু হলেও শিশুটি গুরুতর আহত হয় ৷ দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় পুলিশ ৷ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় ৷ দেহগুলি উদ্ধার করে হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য ৷ একটি পথ দুর্ঘটনার মামলা রুজু করা হয়েছে ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বারাণসী থেকে তীর্থযাত্রীদের একটি গাড়ি গয়ার বিষ্ণুপদ মন্দির থেকে পিন্ডদান করে ফিরছিল ৷ গাড়িটির গতি অত্যন্ত বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের ধাক্কা মারে ৷ দুর্ঘটনার খবর এলাকায় পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে ৷
আরও পড়ুন:চকোলেট ও টাকার লোভ দেখিয়ে শিশুদের 'যৌন নির্যাতন', গ্রেফতার হোটেলের রাঁধুনি