মুম্বই, 2 জুলাই:ডবল ইঞ্জিন অতীত, এবার তাঁর সরকার একেবারে 'ট্রিপল ইঞ্জিন' হয়ে গিয়েছে বলে দাবি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ৷ রবিবার শরদ পাওয়ারের এনসিপি ছেড়ে মহারাষ্ট্রের বিজেপি-শিবসেনা জোট সরকারে যোগ দিয়েছেন অজিত পাওয়ার ৷ শপথ নিয়েছেন একনাথ শিন্ডে সরকারের উপমুখ্যমন্ত্রী হিসেবে ৷ অজিত পাওয়ারের তাঁর সরকারে যোগ দেওয়া প্রসঙ্গেই এই ট্রিপল ইঞ্জিন সরকার মন্তব্যটি করেছেন শিন্ডে ৷
উল্লেখ্য, মহারাষ্ট্রের বর্তমান বিজেপি-শিবসেনা জোট সরকারে উপমুখ্যমন্ত্রীর পদে রয়েছেন দেবেন্দ্র ফড়নবীশ ৷ এবার অজিত পাওয়ারও উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ায় দু'জন উপমুখ্যমন্ত্রী পেল মহারাষ্ট্র ৷ এই প্রসঙ্গেই শিন্ডে এদিন সাংবাদিকদের বলেন, "এখন আমাদের একজন মুখ্যমন্ত্রী ও 2 জন উপমুখ্যমন্ত্রী ৷ ডবল ইঞ্জিন সরকার তাই এখন ট্রিপল ইঞ্জিন হল ৷ মহারাষ্ট্রের উন্নয়নের স্বার্থে আমি অজিত পাওয়ার ও তাঁর সঙ্গীদের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি ৷ অজিত পাওয়ারের অভিজ্ঞতা মহারাষ্ট্রকে আরও শক্তিশালী করবে ৷ এবার সরকার বুলেট ট্রেনের গতিতে ছুটবে ৷"