পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Maharashtra Political Development: বুলেট ট্রেনের গতিতে ছুটবে তাঁর 'ট্রিপল ইঞ্জিন সরকার', অজিতকে সঙ্গে টেনে মন্তব্য মুখ্যমন্ত্রী শিন্ডের - উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার

শরদ পাওয়ারের এনসিপি'কে কার্যত ছন্নছাড়া করে দিয়ে রবিবার মহারাষ্ট্রের বিজেপি-শিবসেনা জোট সরকারে যোগ দিয়েছেন মারাঠা স্ট্রংম্যানের ভাইপো অজিত পাওয়ার ৷ দলের সিংহভাগ বিধায়ক ভাঙিয়ে নিয়েছেন অজিত ৷ তাঁর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ৷

ETV Bharat
ফাইল ছবি

By

Published : Jul 2, 2023, 7:40 PM IST

মুম্বই, 2 জুলাই:ডবল ইঞ্জিন অতীত, এবার তাঁর সরকার একেবারে 'ট্রিপল ইঞ্জিন' হয়ে গিয়েছে বলে দাবি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ৷ রবিবার শরদ পাওয়ারের এনসিপি ছেড়ে মহারাষ্ট্রের বিজেপি-শিবসেনা জোট সরকারে যোগ দিয়েছেন অজিত পাওয়ার ৷ শপথ নিয়েছেন একনাথ শিন্ডে সরকারের উপমুখ্যমন্ত্রী হিসেবে ৷ অজিত পাওয়ারের তাঁর সরকারে যোগ দেওয়া প্রসঙ্গেই এই ট্রিপল ইঞ্জিন সরকার মন্তব্যটি করেছেন শিন্ডে ৷

উল্লেখ্য, মহারাষ্ট্রের বর্তমান বিজেপি-শিবসেনা জোট সরকারে উপমুখ্যমন্ত্রীর পদে রয়েছেন দেবেন্দ্র ফড়নবীশ ৷ এবার অজিত পাওয়ারও উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ায় দু'জন উপমুখ্যমন্ত্রী পেল মহারাষ্ট্র ৷ এই প্রসঙ্গেই শিন্ডে এদিন সাংবাদিকদের বলেন, "এখন আমাদের একজন মুখ্যমন্ত্রী ও 2 জন উপমুখ্যমন্ত্রী ৷ ডবল ইঞ্জিন সরকার তাই এখন ট্রিপল ইঞ্জিন হল ৷ মহারাষ্ট্রের উন্নয়নের স্বার্থে আমি অজিত পাওয়ার ও তাঁর সঙ্গীদের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি ৷ অজিত পাওয়ারের অভিজ্ঞতা মহারাষ্ট্রকে আরও শক্তিশালী করবে ৷ এবার সরকার বুলেট ট্রেনের গতিতে ছুটবে ৷"

উল্লেখ্য, এনসিপির 40 জন বিধায়ককে নিয়ে রবিরার একনাথ শিন্ডের নেতৃত্বাধীন বিজেপি-শিবসেনা জোট সরকারে যোগ দিয়েছেন অজিত পাওয়ার ৷ তিনি ছাড়াও 8 এনসিপি বিধায়ক এই মন্ত্রিসভায় স্থান পেয়েছেন ৷ এই প্রসঙ্গে একনাথ শিন্ডে বলেছেন, "মন্ত্রিসভার গঠন নিয়ে আলোচনার এখনও অনেক সময় আছে ৷ আমরা মহারাষ্ট্রের উন্নয়নের স্বার্থে একজোট হয়েছি ৷ ওরা (এনসিপি) গত লোকসভা নির্বাচনে 4-5টি আসন পেয়েছিল ৷ এবার ওরা সেই আসনও পাবে না ৷"

আরও পড়ুন: ভাইপো'র হাতেই ভাঙল শরদের দল, 30 বিধায়ক নিয়ে এনডিএ জোটে অজিত; নিলেন শপথ

শিন্ডের দাবি, এনসিপি শীর্ষ নেতৃত্ব দলের অন্যান্য নেতাদের অবহেলা করছিল, তার ফলই তাদের ভুগতে হচ্ছে ৷ যদিও এদিনের ঘটনাক্রমে তিনি বিচলিত নন বলেই দাবি এনসিপি প্রধান শরদ পাওয়ারের ৷ তাঁর মতে, বিভিন্ন এজেন্সিকে কাজে লাগিয়ে ও ভয় দেখিয়ে এভাবে দল ভাঙাচ্ছে বিজেপি ৷ যাঁরা দলত্যাগ করলেন তাঁদের ভবিষ্যৎ নিয়ে তিনি চিন্তিত ৷

ABOUT THE AUTHOR

...view details