দেরাদুন, 1 জানুয়ারি: রাস্তার গর্তের কারণে ঋষভ পন্থের গাড়ি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল ৷ রুরকিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত ঋষভ পন্থ এমনটাই জানালেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে ৷ এদিন উত্তরাখণ্ডের বেসরকারি হাসপাতালে পন্তকে দেখতে এবং তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নিতে যান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী (CM Pushkar Dhami Visits Dehradun Hospital to Meet Injured Cricketer Rishabh Pant) ৷ সেখানে তিনি ঋষভের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং বর্তমানে ঋষভ কেমন আছেন, তার বিস্তারিত খোঁজখবর নেন ৷ পরবর্তীতে ভারতীয় ক্রিকেটারের সঙ্গেও তিনি দেখা করেছেন ৷
মুখ্যমন্ত্রী ধামি হাসপাতাল থেকে বেরিয়ে জানান, ঋষভ তাঁকে বলেছেন রাস্তায় গর্তের কারণে গাড়ির দুর্ঘটনা ঘটেছে ৷ যদিও দুর্ঘটনার দিন ভারতীয় ক্রিকেটার পুলিশকে জানিয়েছিলেন, তাঁর চোখ লেগে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন তিনি ৷ আর সেই বয়ান মুখ্যমন্ত্রীর সামনে এভাবে বদলে গিয়ে রাস্তার গর্ত গাড়ি দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াল ৷ যদিও পুরোটাই পুলিশি তদন্ত সাপেক্ষ ৷ এদিন ঋষভের চিকিৎসা নিয়ে মুখ্যমন্ত্রী ধামি জানিয়েছেন, ভারতীয় ক্রিকেটারের চিকিৎসা সঠিক পথেই এগোচ্ছে ৷
ঋষভের সঙ্গে দেখা করে, বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পুষ্কর ধামি ৷ তিনি জানান, রাস্তায় গর্ত থাকার কারণেই গাড়ি দুর্ঘটনার শিকার পন্ত ৷ তবে বর্তমানে সে সুস্থ রয়েছে বলেও জানান তিনি ৷ এমনকী ভারতীয় উইকেট-কিপার ব্যাটারকে উন্নতমানের চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে বলে জানান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ৷ পাশাপাশি যে বাসচালক এবং কন্ডাক্টর পন্তকে প্রাণে বাঁচিয়েছেন, তাঁদেরও ধন্যবাদ প্রাপ্য বলে জানান মুখ্যমন্ত্রী ধামি ৷ বিসিসিআই'য়ের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার এখন দেরাদুনের হাসপাতালেই চিকিৎসাধীন থাকবেন বলে জানিয়েছেন ধামি ৷
আরও পড়ুন:চোখ লেগে আসাতেই বিপত্তি, জানালা ভেঙে প্রাণে বেঁচে পুলিশকে জানালেন পন্ত
উল্লেখ্য, দেরাদুনের হাসপাতালে ঋষভের প্রাথমিকস্তরের সবরকম চিকিৎসা চলছে ৷ যাতে তাঁর শরীরে ব্যাথা এবং অন্যান্য সমস্যাগুলি দ্রুত নিরাময় করা যায় ৷ পরবর্তী সময়ে তাঁকে অন্যত্র স্থানান্তর করা হতে পারে ৷ পরবর্তী চিকিৎসার জন্য ৷ তবে, ঋষভের ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে ৷ দেরাদুনের ওই হাসপাতালে থেকে ঠিক হওয়া কতটা সম্ভব, তা নিয়ে সংশয় থাকছেই ৷ এ প্রসঙ্গে উল্লেখ্য, এই দুর্ঘটনার কারণে আগামী ফেব্রুয়ারি মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 4 ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারবেন না ঋষভ পন্থ ৷ আইপিএল থেকেও কার্যত ছিটকে গিয়েছেন তিনি । এমনকি ঠিক কতদিনে পন্ত পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরবেন, তা এখনই বলা যাচ্ছে না ৷