ইম্ফল,20 জুলাই: মণিপুরে মহিলাদের বিবস্ত্র করে হাঁটানোর ঘটনায় অপরাধীদের ফাঁসি হবে । বেনজির শাস্তি পাবে তারা । এমনই কড় বার্তা মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের। ইতিমধ্যেই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ছড়িয়ে পড়া মারাত্মক ভিডিওটির থেকেই শনাক্ত করা হয় একজনকে । তারপরেই মণিপুরের মুখ্যমন্ত্রী বলেন, "গতকাল রাত দেড়টার সময় মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে । তদন্তকে ঠিকঠাক পথে এগিয়ে নিয়ে গিয়ে অপরাধীদের ফাঁসির ব্যবস্থা করা হবে।"
বিবস্ত্র মহিলাদের হাঁটানো ও তাঁদের যৌন হেনস্থা করার ভিডিও ঘিরে উত্তাল মণিপুর । সরকারের বিরুদ্ধে ফুঁসছে সাধারাণ মানুষ । এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী বীরেন সিং নিজে প্রকাশিত ভিডিও নিয়ে হতবাক ও মর্মাহত বলে জানিয়েছেন । কোনওভাবে দোষীদের রেয়াত করা হবে না বলেই জানান তিনি । বলেন, " মহিলাদের উপর যে পাশবিক অত্যাচার ও অসম্মান করা হয়েছে, তার ক্ষমা নেই । মণিপুর পুলিশ ইতিমধ্যেই ময়দানে নেমেছে । মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে । বাকিদের খোঁজ চলছে । দোষীদের ফাঁসি যাতে হয়, সেই পথ প্রশস্ত করা হবে । সমাজে এই জঘন্য অপরাধীদের কোনও স্থান নেই । "