পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Coromandel Express Accident: বালাসোরের দুর্ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, কথা রেলমন্ত্রীর সঙ্গে - মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক

ওড়িশার বালাসোরের কাছে বাহাঙ্গায় ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ৷ এদিকে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 238 ৷ এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ৷

ETV Bharat
ওড়িশা ট্রেন দুর্ঘটনায়

By

Published : Jun 3, 2023, 10:26 AM IST

Updated : Jun 3, 2023, 10:52 AM IST

বালাসোর, 3 জুন: দুর্ঘটনাস্থলে পৌঁছলনে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ৷ শুক্রবার রাতে বালাসোরের কাছে বাহাঙ্গায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে ৷ ইতিমধ্যে মৃতের সংখ্যা বেড়ে 238 হয়েছে ৷ এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ৷ জখম 900 ছাড়িয়ে গিয়েছে ৷ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও সকালে ঘটনাস্থলে গিয়েছেন ৷

শুক্রবার সন্ধ্যা 7.15 মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে ৷ চেন্নাইগামী শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস একটি মালগাড়িকে ধাক্কা মারে ৷ তাতে 10-12টি কোচ লাইনচ্যুত হয়ে পাশের ট্র্যাকে ছিটকে পড়ে ৷ এরপর ওই ট্র্যাকে আসা আরেকটি ট্রেন যশবন্তপুর এক্সপ্রেস করমণ্ডল এক্সপ্রেসে ধাক্কা মারে ৷ এই ট্রেন বিপর্যয়ে তিনটি ট্রেন যুক্ত ৷ পরিস্থিতির খতিয়ে দেখতে নিতে ওড়িশার মুখ্যমন্ত্রী সেখানে গিয়েছেন ৷ আজ ওড়িশায় একদিনের রাষ্ট্রীয় শোক পালন করার কথা ঘোষণা করেছে ওড়িশা সরকার ৷ একই সিদ্ধান্ত নিয়েছে তামিলনাড়ু সরকারও।

আরও পড়ুন: ট্রেন বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে 238, ওড়িশায় একদিনের শোক

অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই দুর্ঘটনার কারণ জানতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে ৷ কমিশনার অফ রেলওয়ে সেফটি, সাউনথ-ইস্ট সার্কল এই ওড়িশা ট্রেন দুর্ঘটনার তদন্ত করবে ৷ কমিশনার অফ রেলওয়ে সেফটি তাঁর রিপোর্ট প্রকাশ করলে তবেই এর কারণ জানা সম্ভব হবে ৷

পুরনো রেকর্ড অনুযায়ী এই ট্রেন দুর্ঘটনাটি দেশের চতুর্থ ভয়ঙ্কর বিপর্যয় ৷ কলকাতা থেকে এই দুর্ঘটনাস্থলের দূরত্ব মাত্র 250 কিমি, ওড়িশার রাজধানী ভুবনেশ্বর থেকে 170 কিমি দূরে অবস্থিত ৷ জানা গিয়েছে, চেন্নাইগামী 12841 শালিমা-চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেসটি একটি মালবাহী ট্রেনকে ধাক্কা মারে ৷ তাতে ট্রেনটির প্রথমদিকে থাকা 10-12টি বগি পাশের আরেকটি ট্র্যাকে ছিটকে পড়ে ৷ এর মধ্যে ওই ট্র্যাকে আসছিল 12864 বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ৷ তার সঙ্গে ছিটকে পড়ে থাকা বগিগুলির ধাক্কা লাগে ৷ এই ট্রেনটির একাধিক বগি উলটে যায় ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে যেতে পারেন বলে জানা গিয়েছে ৷

Last Updated : Jun 3, 2023, 10:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details