পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

CM on Bengal Division: 'উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ-পশ্চিমবঙ্গ সবই সমান', বাংলা-ভাগ প্রসঙ্গে সতর্কবার্তা মমতার - CM Mamata Banerjee commented on North South Controversy of West Bengal

উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ-পশ্চিমবঙ্গ সবই সমান । বাংলা ভাগ প্রসঙ্গে তাৎর্যপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee commented on North Bengal-South Bengal Controversy) ।

Mamata Banerjee
Mamata Banerjee

By

Published : Jul 14, 2022, 4:19 PM IST

Updated : Jul 14, 2022, 10:56 PM IST

শিলিগুড়ি, 14 জুলাই: "আমার কাছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ সবাই সমান । আমি চাই সবাই ভালো থাকুক । আমার কাছে কেউ আলাদা নয় । চাকরি বাড়ুক । এটাই চাই ।" চারদিনের পাহাড় সফর শেষে বাংলা-ভাগ প্রসঙ্গে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল (CM Mamata Banerjee commented on North Bengal-South Bengal Controversy) ৷

গত কয়েকমাসে বিজেপি শিবির থেকে বারবার পৃথক রাজ্যের দাবি তোলা হয়েছে ৷ উত্তরবঙ্গ কিংবা জঙ্গলমহলকে আলাদা রাজ্য ঘোষণার দাবি করেছেন গেরুয়াশিবিরের 'তৃণমূল' স্তরের নেতা থেকে শুরু করে বিধায়ক-সাংসদ অনেকেই ৷ সেই দাবি তোলার কারণ হিসেবে বরাবর একটি কারণই দর্শে গিয়েছেন গেরুয়া-ব্রিগেডের ধ্বজাধারীরা ৷ তা হল, মুখ্যমন্ত্রী কিংবা শাসক দলের উত্তরবঙ্গ, জঙ্গলমহলের প্রতি বঞ্চনা ৷ একই সঙ্গে গোটা রাজ্যকে কলকাতা কেন্দ্রীভূত করে তোলা ৷

বাংলা-ভাগ প্রসঙ্গে সতর্কবার্তা মমতার

আরও পড়ুন : পৃথক উত্তরবঙ্গ রাজ্য চাই, নাড্ডাকে চিঠি পাঠালেন কার্শিয়াংয়ের বিধায়ক

টানা চারদিনের পাহাড় সফরে সেই বাংলা-ভাগ বিরোধী বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী ৷ জঙ্গলমহলের কথা আলাদা করে উত্থাপন না করলেও, উত্তরবঙ্গকে পৃথক রাজ্য নিয়ে একাধিক মন্তব্যের পরিপ্রেক্ষিতে এদিন সাফ বক্তব্য দিতে শোনা গেল মুখ্যমন্ত্রীকে । এক কথায় বুঝিয়ে দিলেন, বাংলা-ভাগ নিয়ে কোনও কথাই শুনতে চান না তিনি । বুধবার ধূপগুড়ির জনসভাতেও বিজেপির উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

Last Updated : Jul 14, 2022, 10:56 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details