দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি মমতা নয়াদিল্লি, 20 ডিসেম্বর:একশো দিনের প্রকল্পে রাজ্যের বকেয়া আদায় নিয়ে রাজ্যের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় আধিকারিকরা। এ নিয়ে বুধবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন 9 তৃণমূল সাংসদ। বৈঠক শেষে মমতা বলেন, "প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আসছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের কথা মন দিয়ে শুনেছেন ৷ একশো দিনের কাজের টাকা 1 লাখ 16 হাজার কোটি টাকা বকেয়া আছে। সংবিধানে টাকা দেওযার কথা বলা আছে।" পাশাপাশি মমতা জানান, 2022-23 সালের বাজটে একশো দিনের কাজের বরাদ্দ নেই। এই প্রসঙ্গটিও বৈঠকে উঠে এসেছে বলে মমতা জানান।
16 মাস বাদে প্রধানমন্ত্রী সঙ্গে দিল্লিতে সাক্ষাৎ হল মুখ্যমন্ত্রীর। তার আগে সকালে দলীয় সাংসদের নিয়ে প্রধানমন্ত্রীর দরবারে যান মমতা। আজ সংসদ ভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাক্ষাতের জন্য সময় দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সকাল এগারোটা নাগাদ বৈঠকটি শুরু হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ-9 সাংসদ কে নিয়ে এদিন নির্ধারিত সময়ের আগেই সংসদ ভবনে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। মমতার সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দোপাধ্যায়, ডেরেক ও'ব্রায়েন, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে আরও কয়েকজন। বৈঠক সেরে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা।
প্রসঙ্গত এদিনের এই বৈঠক প্রশাসনিক এবং রাজনৈতিক উভয় দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে দীর্ঘদিন ধরেই সরব তৃণমূল। বাংলার শাসক শিবিরের দাবি, কেন্দ্রীয় প্রকল্পের অর্থ দেওয়া হচ্ছে না। রাজ্য এবং রাজ্যের মানুষকে বঞ্চনা করা হচ্ছে। এক্ষেত্রে ১০০ দিনের কাজের টাকার পাশাপাশি গ্রাম সড়ক যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ একাধিক প্রকল্পের টাকা না দেওয়ার অভিযোগ তারা তুলেছে।
দফায় দফাই প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সংশিষ্ট দপ্তরের মন্ত্রীরাও দিল্লিতে এসে কেন্দ্রীয় মন্ত্রিদের সঙ্গে দেখাও করেছেন। এর আগে সংসদীয় প্রতিনিধি দল এসে দিল্লিতে মন্ত্রী থেকে শুরু করে আমলাদের সঙ্গে দেখা করেছেন। এরপরেও রাজ্যের প্রাপ্য রাজ্যকে দেওয়া হয়নি বলে অভিযোগ করছে তৃণমূল। রাজনৈতিকভাবে এই কেন্দ্রীয় বঞ্চনাকে সামনে রেখে কখনও দিল্লি কখনও আবার কলকাতায় আন্দোলন করেছে তৃণমূল। একশো দিনের টাকা থেকে যাঁরা বঞ্চিত হয়েছেন তাঁদের দিল্লিতে নিয়ে গিয়ে আন্দোলন করেছে তৃণমূল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নেতৃত্বে সেই আন্দোলন হয়। এবার সাংসদদের নিয়ে মোদির কাছে গেলেন মমতা। সবমিলিয়ে বোঝাই যাচ্ছে আগামী লোকসভা নির্বাচনের আগে এই কেন্দ্রীয় বঞ্চনায় তৃণমূল কংগ্রেসের কাছে নির্বাচনে বড় হাতিয়ার হতে চলেছে।
আরও পড়ুন:
- অক্টোবরের পর সিনেমা দেখাব', একশো দিনের কাজ নিয়ে কেন্দ্রকে ফের হুঁশিয়ারি অভিষেকের
- মনরেগায় কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে মিথ্যা প্রচার চলছে, অভিযোগ মমতার
- 100 দিনের টাকা রুখতে বেআইনিভাবে 27 নম্বর ধারা প্রয়োগের অভিযোগ অমিত মিত্রের