খাম্মাম, 18 জানুয়ারি: কেসিআরের নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছে বিজেপি বিরোধী জোট ? বুধবার একাধিক গেরুয়া শিবির বিরোধী প্রধানদের সঙ্গে বিআরএস প্রধানের বৈঠক কি তেমনটাই ইঙ্গিত দিচ্ছে ? বুধবার তেলেঙ্গানার খাম্মামে 'ভারত রাষ্ট্র সমিতি' বা বিআরএস-এর একটি জনসভাও হল ৷ তাই মুখ্যমন্ত্রী কেসিআরের আমন্ত্রণে তেলেঙ্গানায় এলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কেরলের মুখ্যমন্ত্রী পিন্নারাই বিজয়ন, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং সিপিআই-এর সাধারণ সম্পাদক ডি রাজা ৷ তবে তালিকায় নেই কোনও কংগ্রেস নেতা (Delhi CM Arvind Kejriwal, Kerala CM Pinarayi Vijayan, Punjab CM Bhagwant Mann, SP chief Akhilesh Yadav & CPI General Secretary D Raja) ৷ প্রসঙ্গত, এবছর তেলেঙ্গানায় নির্বাচন ৷
প্রসঙ্গত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তথা বিজেপি বিরোধী হিসেবে বিশেষ পরিচিত কেসিআর ৷ 2000 সালের এপ্রিলে তিনি তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি গঠন করেন ৷ 2014 সালের জুন মাসে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা আলাদা রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয় ৷ তখন টিআরএস প্রধান কেসি আর নতুন রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন ৷ এরপর যত দিন গিয়েছে, ততই তিনি বিজেপি এবং কংগ্রেসের বিরোধিতা করে দেশের মধ্যে নিজের স্বতন্ত্র জায়গা তৈরি করেছেন ৷
আরও পড়ুন: জাতীয় রাজনীতিতে কেসিআর ! তেলেঙ্গানা থেকে ভারত রাষ্ট্র সমিতি