সিমলা, 8 মে: হিমাচল প্রদেশের বিধানসভার দেওয়ালে টাঙানো খালিস্তানি পতাকা (CM orders probe on Khalistan flags)৷ রবিবার সকালে সেই পতাকা চোখে পড়ায় চাঞ্চল্য ছড়াল ধরমশালায় (Khalistan flags at HP Assembly)৷ সে রাজ্যের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ৷ অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি ৷
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন, "রাতের অন্ধকারে ধরমশালা বিধানসভা প্রাঙ্গণের প্রবেশদ্বারে খালিস্তানের পতাকা ঝুলিয়ে দিয়ে যাওয়ার মতো কাপুরুষোচিত ঘটনার তীব্র নিন্দা করছি ৷ এখানে শুধু শীতকালীন অধিবেশনই হয় ৷ ফলে সেই সময়টাতেই এখানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রয়োজন হয় ৷ সেই সুযোগ নিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে ৷ তবে আমরা এটা সহ্য করব না ৷ অবিলম্বে এই ঘটনার তদন্ত শুরু হবে ৷ দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷" মুখ্যমন্ত্রী আরও বলেন, "যারা রাতের অন্ধকারে এই সব করেছে, তাদের বলছি, সাহস থাকলে দিনের আলোয় এটা করে দেখাও ৷"