গুয়াহাটি, 23 সেপ্টেম্বর: নিয়োগ পরীক্ষায় একটাও দুর্নীতি খুঁজে পেলে তিনি এবং তাঁর মন্ত্রিসভা সরকার থেকে পদত্য়াগ করবেন ৷ শুক্রবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Assam Chief Minister Himanta Biswa Sarma) একটি অনুষ্ঠানে 24টি সরকারি দফতরের প্রায় 11 হাজার 236 জন নতুন চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেন ৷ সেই অনুষ্ঠানেই এমন মন্তব্য করেন তিনি (Assam CM Himanta Biswa Sarma claims recruitment process in a transparent manner) ৷
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, "আমি সাংবাদিকদের অনুরোধ করছি ৷ তাঁরা প্রতিটি নবনিযুক্ত তরুণদের বাড়িতে বাড়িতে গিয়ে ঘুরে আসুন ৷ নিয়োগ সংক্রান্ত একটিও দুর্নীতির (single case of scam in appointments) হদিশ পেলে আমরা সরকার থেকে পদত্যাগ করব ৷"
হিমন্ত জানান, নিয়োগ প্রক্রিয়া ব্যর্থ হওয়ার জন্য অনেকেই সরকারকে দোষারোপ করেছে ৷ পরীক্ষার সময় ইন্টারনেট বন্ধ রাখার বিরুদ্ধে কেউ কেউ তো আদালতেও গিয়েছেন ৷ এমন অভিযোগও উঠেছে যে, বাইরের রাজ্যের বহু প্রার্থী অসমে এসে চাকরি পেয়েছে ৷ শুক্রবার শর্মা তাদের চ্য়ালেঞ্জ করে বলেন, "তাঁরা তাঁদের দাবি প্রমাণ করুন, আমি চ্যালেঞ্জ করছি ৷ আমি আপনাদের আশ্বস্ত করছি, পুরো নিয়োগ প্রক্রিয়াটা মেধার ভিত্তিতে এবং স্বচ্ছতার সঙ্গে হয়েছে ৷"
আরও পড়ুন: ভারতের পাঁচ রাজধানীর পক্ষে সওয়াল অসমের মুখ্যমন্ত্রী হিমন্তর