কাশীপুর, 28 জুন: দেশের প্রথম অ্যারোমা পার্ক হতে চলেছে উত্তরাখণ্ডে ৷ বুধবার তারই ভূমি পুজো সারলেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ৷ প্রবল বৃষ্টির মধ্যে হলদওয়ানিতে অনুষ্ঠান শেষ করার পরে তিনি নির্ধারিত সময়সূচি থেকে এক ঘণ্টা দেরিতে কাশিপুর পৌঁছন ৷ সেখানে তিনি অ্যারোমা পার্কের ভূমি পুজো করেন । এরপর ওই কর্মসূচিতে আসা শিল্পপতিদের প্লট বরাদ্দ করা হয় ।
মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এ দিন বলেন, "আজ উত্তরাখণ্ডে সিএপি, সেলাকুই, সুগন্ধি বাণিজ্য সমিতি, দিল্লি এবং ভারতের এসেনশিয়াল অয়েল অ্যাসোসিয়েশন, নয়ডা এবং সিডকুলের তরফে দেশের প্রথম অ্যারোমা পার্ক স্থাপন করা হচ্ছে । এটা আমাদের জন্য গর্বের বিষয় ।"
মুখ্যমন্ত্রী ধামি জানান, গত দুই দশকে সরকার রাজ্যে অ্যারোমা ক্ষেত্রে অনেক উন্নয়ন করেছে । যার মাধ্যমে রাজ্যে 24 হাজারেরও বেশি কৃষক অ্যারোমা চাষের সঙ্গে যুক্ত হয়েছে । বর্তমানে, রাজ্যে 109টি অ্যারোমা ক্লাস্টারে অ্যারোমা চাষ করা হচ্ছে ৷ যার অধীনে 192টি ডিস্টিলারি স্থাপন করা হয়েছে । অ্যারোমা চাষের এলাকা বৃদ্ধির কারণে বর্তমানে সুঅ্যারোমা খাতের টার্নওভার বেড়ে দাঁড়িয়েছে 86 কোটির বেশি । 2002 সালে অ্যারোমা খাতের টার্নওভার ছিল মাত্র 2 কোটি টাকা বলে তিনি জানান ।
তিনি আরও জানিয়েছেন, এ রাজ্যে অ্যারোমা ক্ষেত্রে উন্নয়ন এবং এখানে উৎপাদিত প্রয়োজনীয় তেলের ভালো মানের পরিপ্রেক্ষিতে অ্যারোমা ট্রেড অ্যাসোসিয়েশন এবং এসেনশিয়াল অয়েল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া দিল্লি রাজ্যে একটি অ্যারোমা পার্ক তৈরির প্রস্তাব দিয়েছিল উত্তরাখণ্ড সরকারকে । সেই প্রস্তাবে সাড়া দিয়ে সরকার অ্যারোমা পার্ক পলিসি 2018 বাস্তবায়ন করেছে । এর আওতায় সিদকুল কাশীপুরে অ্যারোমা ও সুগন্ধি সংক্রান্ত 46টি শিল্প স্থাপন করা হচ্ছে । 2021 সালের 30 ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ।
আরও পড়ুন:ইতিবাচকতা গড়ে তুলতে চিকিৎসা পদ্ধতি হতে পারে অ্যারোমা
জানা গিয়েছে, বর্তমানে অ্যারোমা পার্কে সুগন্ধি শিল্প স্থাপন করা হবে ৷ যেখানে প্রায় 300 কোটি টাকা বিনিয়োগ হবে ৷ যার মাধ্যমে হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে । এ পর্যন্ত 24টি প্লট বরাদ্দ করা হয়েছে ৷ যাদের দখলপত্র দেওয়া হচ্ছে । অ্যারোমা পার্কে সুগন্ধি শিল্প স্থাপনের জন্য রাজ্য সরকার অনেক টাকা বিনিয়োগ করছে ৷ তা এই সেক্টরের সঙ্গে যুক্ত অন্যান্য শিল্পপতিদের অ্যারোমা পার্কের দিকে আকৃষ্ট করবে বলে মনে করা হচ্ছে । মুখ্যমন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে আমাদের সরকার রাজ্যের অবস্থা অনুযায়ী উন্নয়নে বিশেষ মনোযোগ দিচ্ছে ৷ অর্থনীতি ও পরিবেশের মধ্যে সমন্বয় স্থাপন করছে ।"