ভিলওয়াড়া, 5 অক্টোবর: "রাজস্থানে কংগ্রেসের লড়াই ইডির সঙ্গে ৷ বিজেপি কোথাও নেই"। নির্বাচনী সভা থেকে এমনটাই দাবি করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত ৷ গত কয়েকদিনে মরুরাজ্যে নতুন করে সক্রিয়তা দেখিয়েছে ইডি ৷ রাজস্থান কংগ্রেসের সভাপতি গোবিন্দ সিং দোতাসারার দুই ছেলে অভিলাষ ও অবিনাশকে তলব করেছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ মুখ্যমন্ত্রীর ছেলে বৈভবকেও ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে ৷ এ নিয়েই এবার কটাক্ষ করলেন প্রবীণ কংগ্রেস নেতা ৷
শুধু রাজস্থান নয়, ভোটমুখী ছত্তিশগড়েও সক্রিয় ইডি ৷ সেখানকার আরেক কংগ্রেসি মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল মহাদেব অ্যাপের প্রোমোটারদের থেকে কয়েকশো কোটি টাকা নিয়েছেন বলে সন্দেহ ইডির ৷ মুখ্যমন্ত্রী নাকি মোট 508 কোটি টাকা নিয়েছেন বলে মনে করে কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকরা। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সে রাজ্যে সভা করতে গিয়ে এই বিষয়টি নিয়ে ভূপেশকে নিশানা করেছেন ৷ তাঁর দাবি, ইডির অভিযোগ আদৌ সত্য কি না, তা ছত্তিশগড়ের জনগণকে জানানো উচিত কংগ্রেস এবং মুখ্যমন্ত্রীর ৷ পালটা দিতে সময় নেননি ভূপেশও ৷ তাঁর দাবি, মহাদেব অ্যাপের মতো অনলাইন জুয়া রুখতে কেন্দ্রীয় সরকার কোনও ব্যবস্থা নেয়নি ৷ এর থেকেই স্পষ্ট কারা অনলাইন জুয়াকে মদত দিচ্ছে ৷
আরও পড়ুন:বেটিং অ্যাপের সঙ্গে কী সম্পর্ক বাঘেলের, প্রশ্ন তুললেন মোদি