পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

CM Ashok Gehlot: 'রাজস্থানে বিজেপি কোথাও নেই, আমাদের লড়াই ইডির সঙ্গে'; গেরুয়া শিবিরকে তোপ অশোক গেহলতের - কংগ্রেস

সম্প্রতি মুখ্যমন্ত্রী অশোক গেহলতের ছেলে বৈভবকে তলব করেছিল ইডি ৷ রাজস্থান প্রদেশ কংগ্রেসের সভাপতির দুুই ছেলেকেও ডেকে পাঠিয়েছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এবার এই প্রসঙ্গে নির্বাচনী জনসভা থেকে তীব্র আক্রমণ শানালেন অশোক গেহলত।

ETV Bharat
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলতের ছবি সৌজন্য টুইটার

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2023, 7:49 AM IST

ভিলওয়াড়া, 5 অক্টোবর: "রাজস্থানে কংগ্রেসের লড়াই ইডির সঙ্গে ৷ বিজেপি কোথাও নেই"। নির্বাচনী সভা থেকে এমনটাই দাবি করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত ৷ গত কয়েকদিনে মরুরাজ্যে নতুন করে সক্রিয়তা দেখিয়েছে ইডি ৷ রাজস্থান কংগ্রেসের সভাপতি গোবিন্দ সিং দোতাসারার দুই ছেলে অভিলাষ ও অবিনাশকে তলব করেছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ মুখ্যমন্ত্রীর ছেলে বৈভবকেও ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে ৷ এ নিয়েই এবার কটাক্ষ করলেন প্রবীণ কংগ্রেস নেতা ৷

শুধু রাজস্থান নয়, ভোটমুখী ছত্তিশগড়েও সক্রিয় ইডি ৷ সেখানকার আরেক কংগ্রেসি মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল মহাদেব অ্যাপের প্রোমোটারদের থেকে কয়েকশো কোটি টাকা নিয়েছেন বলে সন্দেহ ইডির ৷ মুখ্যমন্ত্রী নাকি মোট 508 কোটি টাকা নিয়েছেন বলে মনে করে কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকরা। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সে রাজ্যে সভা করতে গিয়ে এই বিষয়টি নিয়ে ভূপেশকে নিশানা করেছেন ৷ তাঁর দাবি, ইডির অভিযোগ আদৌ সত্য কি না, তা ছত্তিশগড়ের জনগণকে জানানো উচিত কংগ্রেস এবং মুখ্যমন্ত্রীর ৷ পালটা দিতে সময় নেননি ভূপেশও ৷ তাঁর দাবি, মহাদেব অ্যাপের মতো অনলাইন জুয়া রুখতে কেন্দ্রীয় সরকার কোনও ব্যবস্থা নেয়নি ৷ এর থেকেই স্পষ্ট কারা অনলাইন জুয়াকে মদত দিচ্ছে ৷

আরও পড়ুন:বেটিং অ্যাপের সঙ্গে কী সম্পর্ক বাঘেলের, প্রশ্ন তুললেন মোদি

কংগ্রেস বা ভোটমুখী রাজস্থান এবং ছত্তিশগড় আলাদা করে নয়, সমগ্র বিরোধী শিবিরই মনে করে রাজনৈতিক প্রতিপক্ষদের নিশানা করতে বিজেপির প্রধান অস্ত্র ইডি ৷ কেন্দ্রীয় সরকার ইডি-সিবিআইকে ব্যবহার করেই ক্ষমতা ধরে রাখতে চায় বলে দাবি করে কংগ্রেস থেকে শুরু করে তৃণমূলের মতো বিরোধী দলগুলি ৷ অতি সম্প্রতি পশ্চিমবঙ্গের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করেছে ইডি ৷ তা নিয়েও রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে ৷

মন্ত্রীর বাড়িতে যেদিন ইডির দল হানা দেয়, সেদিনই তীব্র আক্রমণ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর দলের নেতাকে হেনস্তা করা হচ্ছে এমন দাবি করে মমতা বলেন, "বালুর ( মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ডাক নাম) হাইসুগার আছে ৷ ওর যদি কিছু হয়ে যায় তাহলে ইডি আর বিজেপির বিরুদ্ধে এফআইআর করব ৷" এবার নির্বাচনের প্রচারে সরাসরি ইডিকেই নিজেদের প্রতিপক্ষ বলে দাবি করলেন একদা রাজনৈতিক মহলে রাহুল গান্ধির ম্যান ফ্রাইডে বলে পরিচিত অশোক গেহলত ৷

আরও পড়ুন:ক্ষমতায় এলে মহিলাদের 10 হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি প্রিয়াঙ্কার

ABOUT THE AUTHOR

...view details