জয়পুর, 25 এপ্রিল: আগামী 1 মে থেকে রাজস্থানে 18 বছরের বেশি বয়সীদের জন্য করোনার টিকা বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলত ৷ এর পুরো আর্থিক ব্যয়ভার রাজস্থান সরকার বহন করবে বলেও তিনি জানান ৷
18 বছরের উপরে বিনামূল্যে কোভিড টিকা রাজস্থানে, টুইট গেহলতের - corona
রাজস্থানে 18 বছরের বেশি বয়সীদের জন্য করোনার টিকা বিনামূল্যে দেওয়ার কথা টুইট করে জানালেন মুখ্যমন্ত্রী অশোক গেহলত ৷ এই টিকাকরণের সমস্ত খরচ রাজ্য সরকার বহন করবে বলে তিনি জানান ৷
অশোক গেইলট
জানানো হয়েছে, বিনামূল্যে করোনার এই টিকা দেওয়ার জন্য রাজস্থান সরকারকে 3 হাজার কোটি টাকার আর্থিক ভার বহন করতে হবে ৷ পাশাপাশি তিনি এও বলেন, কেন্দ্রীয় সরকার যেভাবে 60 বছর বা 45 বছরের বেশি বয়সীদের জন্য বিনামূল্যে টিকার ব্যবস্থা করেছে সেভাবে যদি 18 বছরের বেশি বয়সীদের জন্য একই ব্যবস্থা করে তাহলে রাজ্য সরকারের উপর আলাদা করে এই টিকাকরণের বাজেটের ভার চাপবে না ৷
আরও পড়ুন: বিনামূল্যে রাজ্যবাসীকে কোভিড ভ্যাকসিন দেবে মহারাষ্ট্র সরকার
Last Updated : Apr 25, 2021, 7:55 PM IST