নয়াদিল্লি, 29 সেপ্টেম্বর: মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শুক্রবার দিল্লিতে শীতকালীন অ্যাকশন প্ল্যান প্রকাশ করেন ৷ যা আগামী 1 অক্টোবর থেকে কার্যকর হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে, রাজধানীর দূষণ নিয়ন্ত্রণে তিনি 15 দফা কর্মপরিকল্পনা তৈরি করেছেন।
শীতের মরসুমে দিল্লিতে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে, কেজরিওয়াল সরকার শুক্রবার 15-দফা শীতকালীন কর্ম পরিকল্পনা ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের দাবি, গত কয়েক বছরে দিল্লির মানুষের কঠোর পরিশ্রমে দূষণের মাত্রা প্রায় 30 শতাংশ কমেছে। সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের তথ্য উল্লেখ করে তিনি জানান যে, দিল্লির দূষণের 31 শতাংশ অভ্যন্তরীণ উত্সের কারণে, যেখানে 69 শতাংশ বাইরের উত্সের কারণে রয়েছে। দূষণ বাড়লে জিআরএপি কঠোরভাবে কার্যকর করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। দিল্লি সরকারের 15 দফা শীতকালীন কর্ম পরিকল্পনায় জানানো হয়েছে, 13টি হটস্পটের জন্য বিশেষ কর্ম পরিকল্পনা নেওয়া হয়েছে ৷
দিল্লির অভ্যন্তরে 13টি হটস্পট চিহ্নিত করা হয়েছে, যেখানে বেশি দূষণ রয়েছে। প্রতিটি হটস্পটের জন্য একটি পৃথক কর্ম পরিকল্পনাও করা হয়েছে। এই জন্য একটি ওয়ার রুমও করা হয়েছে বলে খবর। 13টি বিশেষ দলও গঠন করেছে সরকার। অন্যদিকে, গত তিন বছর ধরে, দিল্লির ক্ষেতে খড় পচানোর জন্য বিনামূল্যে পুসা বায়ো-ডি-কম্পোজার সফলভাবে স্প্রে করা হয়েছে। গত বছর চার হাজার 400 একর জমিতে বায়ো ডিকম্পোজার স্প্রে করা হয়েছিল। চলতি বছর পাঁচ হাজার একরের বেশি বাসমতি ও অ-বাসমতি কৃষি জমিতে বিনামূল্যে বায়ো-ডিকপোজার স্প্রে করা হবে।