পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Flash Flood: মেঘ ভাঙা বৃষ্টিতে ভয়াবহ হড়পা বানে ভাসল ধরমশালা - মেঘভাঙা বৃষ্টির ছবি

মেঘভাঙা বৃষ্টিতে (Cloudburst) হড়পা বানে (Flash Flood) ভাসল ধরমশালা (Dharamshala)৷ ভাগসু নাগ এলাকায় ভেসে গেল গাড়ি, দোকানপাট ৷ ব্যাপক ক্ষয়ক্ষতি হল বহু সম্পত্তির ৷ ভয়াবহ সেই অভিজ্ঞতার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অনেকে ৷ যা দেখলে শিউরে উঠবেন ৷ ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিয়ো ৷

cloudburst-triggers-flash-floods-in-dharamshala
মেঘ ভাঙা বৃষ্টিতে ভয়াবহ হড়পা বানে ভাসল ধরমশালা

By

Published : Jul 12, 2021, 1:54 PM IST

Updated : Jul 12, 2021, 2:16 PM IST

ধরমশালা, 12 জুলাই : মেঘভাঙা বৃষ্টিতে (Cloudburst) বিধ্বংসী হড়পা বানে (Flash Flood) ভাসল হিমাচল প্রদেশের ধরমশালা (Dharamshala) ৷ ভাগসু নাগ এলাকায় প্রবল গতির স্রোতে ভেসে গেল গাড়ি, দোকানপাট ৷ ব্যাপক ক্ষয়ক্ষতি হল বহু সম্পত্তির ৷ ভয়াবহ সেই অভিজ্ঞতার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অনেকে ৷ যা দেখলে শিউরে উঠবেন ৷ ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিয়ো ৷

ভিডিয়োগুলিতে ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে চিৎকার ৷ হড়পা বানে কাগজের নৌকার মতো ভেসে যেতে দেখা গেল আস্ত এসইউভি-কে ৷ জলের স্রোত দেখলে বুক কেঁপে উঠবে ৷ প্রবল গতির সামনে পড়লে ভেসে যাওয়া ছাড়া আর কোনও উপায় নেই ৷ নাগাড়ে বৃষ্টির কারণে মাঝি নদীর জল ফুলে ফেঁপে উঠে এই হড়পা বানের সৃষ্টি হয় ৷

আরও পড়ুন:হিমাচলপ্রদেশে হড়পা বানে ভাঙল ব্রিজ

পর্যটন স্থল ভাগসু নাগ এলাকার বহু হোটেল প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ নষ্ট হয়েছে বহু গাড়ি ৷ বহু বাড়িতে জল ঢুকে পড়েছে ৷ তবে এখনও পর্যন্ত প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি ৷ এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় মানুষ ও পর্যটকদের মধ্য়ে ৷

আরও পড়ুন: ডুয়ার্সে হড়পা বান, বিপর্যস্ত জনজীবন

ভাইরাল হয়েছে এই ভিডিয়ো

কাংরা ছাড়াও হিমাচলের অন্যান্য জেলাতেও সাংঘাতিক বৃষ্টি হয়েছে ৷ গত কয়েকদিন ধরেই অতি ভারী বৃষ্টি চলছে রাজ্যজুড়ে ৷ মেঘ ভাঙা বৃষ্টির কারণে শিমলায় জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে ৷ দীর্ঘক্ষণ বন্ধ রাখতে হয় যানচলাচল ৷

Last Updated : Jul 12, 2021, 2:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details