ধরমশালা, 12 জুলাই : মেঘভাঙা বৃষ্টিতে (Cloudburst) বিধ্বংসী হড়পা বানে (Flash Flood) ভাসল হিমাচল প্রদেশের ধরমশালা (Dharamshala) ৷ ভাগসু নাগ এলাকায় প্রবল গতির স্রোতে ভেসে গেল গাড়ি, দোকানপাট ৷ ব্যাপক ক্ষয়ক্ষতি হল বহু সম্পত্তির ৷ ভয়াবহ সেই অভিজ্ঞতার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অনেকে ৷ যা দেখলে শিউরে উঠবেন ৷ ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিয়ো ৷
ভিডিয়োগুলিতে ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে চিৎকার ৷ হড়পা বানে কাগজের নৌকার মতো ভেসে যেতে দেখা গেল আস্ত এসইউভি-কে ৷ জলের স্রোত দেখলে বুক কেঁপে উঠবে ৷ প্রবল গতির সামনে পড়লে ভেসে যাওয়া ছাড়া আর কোনও উপায় নেই ৷ নাগাড়ে বৃষ্টির কারণে মাঝি নদীর জল ফুলে ফেঁপে উঠে এই হড়পা বানের সৃষ্টি হয় ৷
আরও পড়ুন:হিমাচলপ্রদেশে হড়পা বানে ভাঙল ব্রিজ