পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

উত্তর কাশিতে মেঘ ভাঙা বৃষ্টি , মৃত 3

রবিবার রাত 8.30 মিনিট নাগাদ মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে উত্তরকাশি জেলার মান্দো এবং নিরাকোট গ্রাম ৷ ঘটনায় 3 জনের মৃত্যু হয় ৷ উদ্ধারকাজ চলছে ৷

uttarkashi
মেঘ ভাঙা বৃষ্টি উত্তরাখণ্ডের উত্তরকাশিতে, মৃত 3 জন

By

Published : Jul 19, 2021, 9:38 AM IST

Updated : Jul 19, 2021, 2:01 PM IST

দেরাদুন, 19 জুলাই : আবারও মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ডের উত্তর কাশি ৷ গত কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে উত্তরাখণ্ডে ৷ রবিবার রাত 8.30 টা নাগাদ মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে উত্তরকাশি জেলার মান্দো এবং নিরাকোট গ্রাম ৷ ঘটনায় আশপাশের 15-20টি বাড়ি ধসে পড়েছে ৷ ঘটনায় মৃত্যু হয় একই পরিবারের তিনজনের ৷ মৃতদের মধ্যে 2 জন মহিলা এবং 1 জন শিশু ৷ এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে মনে করছে স্থানীয় প্রশাসন ৷

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ৷ তাদের সঙ্গে উদ্ধারকার্যে হাত লাগায় পুলিশ ৷ বেশ কিছু পরিবারকে উদ্ধার করা হয়েছে ৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ ঠিক সময় ব্যবস্থা নেওয়ায় ক্ষতিগ্রস্তদের সংখ্যা অনেকটাই কম বলে জানিয়েছে জেলা প্রশাসন ৷ মান্দো গ্রামে প্রায় 4-5টি বাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ এছাড়া, কয়েকটি গ্রামে জল ঢুকে গিয়েছে ৷

আরও পড়ুন: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেল চালিয়ে সংসদে যাবে তৃণমূল সাংসদরা

এসডিআরএফের অধিকর্তা দেবেন্দ্র সিং নেগি জানিয়েছেন, মান্দোর একই পরিবারের 3 জন নিখোঁজ হয়ে যায় ৷ আমরা তাদের উদ্ধারের চেষ্টা করছি ৷ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

Last Updated : Jul 19, 2021, 2:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details