পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বসন্ত পঞ্চমীতে রাম লালার জন্য খাদিবস্ত্র - বসন্ত পঞ্চমী

বসন্ত পঞ্চমীতে রাম লালাকে পড়ানোর জন্য খাদিবস্ত্র তৈরি করলেন ফ্যাশন ডিজাইনার মণীশ ত্রিপাঠী ৷ সোমবারই তিনি সেই পোশাক উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথের হাতে তুলে দেন ৷ বসন্ত পঞ্চমী উপলক্ষে পুরো সপ্তাহের জন্য খাদির পোশাক তৈরি করেছেন মণীশ ত্রিপাঠী ৷

clothes-made-of-khadi-for-ramlalla-presented-to-up-cm
বসন্ত পঞ্চমীতে রাম লালার জন্য খাদিবস্ত্র

By

Published : Feb 16, 2021, 4:44 PM IST

লখনউ (উত্তরপ্রদেশ), 17 জানুয়ারি : রাম লালার জন্য বানানো খাদিবস্ত্র উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাতে তুলে দিলেন ফ্যাশন ডিজাইনার মণীশ ত্রিপাঠী ৷ সোমবার এই বস্ত্র তুলে দেন তিনি ৷ ডিজাইনার মণীশ ত্রিপাঠী খাদি এবং উত্তরপ্রদেশে গ্রাম্য শিল্প বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে রাম লালার জন্য এই পোশাক তৈরি করেছেন ৷

এ নিয়ে ত্রিপাঠী জানান, ‘‘মঙ্গলবার বসন্ত পঞ্চমী উপলক্ষে এই পোশাক রাম লালাকে পড়ানো হবে ৷ খাদি সুতো দিয়ে রাম লালার জন্য পুরো সপ্তাহের পোশাক তৈরি করা হয়েছে ৷ খাদির প্রচার এবং এর সম্পর্কে মানুষকে অবগত করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে ৷’’ প্রসঙ্গত, রাম মন্দির তৈরির জন্য শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট গণ অনুদান ক্যাম্পেন শুরু করেছে ৷ যে অনুদান সংগ্রহের কাজ গত 15 জানুয়ারি থেকে শুরু হয়েছে ৷ 27 ফেব্রুয়ারি পর্যন্ত এই অনুদান সংগ্রহের কাজ চলবে ৷

আরও পড়ুন : রামমন্দিরে 48 ফুটের "রাম সেতু" দান করল বেকারি

ইতিমধ্যেই, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রাম মন্দির তৈরির জন্য 5 লাখ টাকার অনুদান দিয়েছেন ৷ অন্যদিকে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীরও 1 কোটি টাকার অনুদান দিয়েছেন রাম মন্দির নির্মাণের জন্য ৷ গত বছর 5 অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাম মন্দির তৈরির ভূমি পুজো করেন ৷

ABOUT THE AUTHOR

...view details