অযোধ্যা, 16 জানুয়ারি: এক সপ্তাহ পরেই রাম মন্দিরের উদ্বোধন। রামলালার মূর্তি প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশজুড়ে নানাভাবে পালিত হবে রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান। 22 জানুয়ারির আগে থেকেই অযোধ্যায় নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এর মধ্যে একটি হল রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন ধ্রুপদী ভারতীয় বাদ্যযন্ত্র বাজানো হবে মন্দির চত্বরে ৷ সোমবার এমনটাই জানানো হয়েছে মন্দির ট্রাস্টের তরফ থেকে ৷ অনুষ্ঠানে অংশ নিতে বাংলা থেকে যাচ্ছেন শ্রীখোল ও সরোদ শিল্পীরা ।
এছাড়াও উত্তরপ্রদেশের পাখাওয়াজ থেকে তামিলনাড়ুর মৃদং পর্যন্ত, অযোধ্যায় রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠান উদযাপনের জন্য দেশজুড়ে বিভিন্ন শাস্ত্রীয় বাদ্যযন্ত্র বাজানো হবে বলেও জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ ৷ মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই বলেন, "নির্বাচিত সংগীতশিল্পীরা তাঁদের নিজের অঞ্চলের, মাটির বাদ্যযন্ত্র বাজাবেন। যা ভারতীয় সংস্কৃতিকে এক সুরে বাঁধবে, বিভিন্নতার মধ্যেও একতাকে তুলে ধরবে । মন্দিরে 'প্রাণ প্রতিষ্ঠা' দুপুর 12টা 20 মিনিটে শুরু হবে এবং দুপুর 1টার মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।"
তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের গভর্নর আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং মন্দির ট্রাস্টের সভাপতি মহন্ত নৃত্য গোপাল দাসের উপস্থিতিতে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠিত হবে ৷ প্রায় 8,000 ভক্তের বসার ব্যবস্থা করা হয়েছে ৷" ওইদিন অতিথিদের জন্য জলখাবার এবং দুপুরের খাবারের ব্যবস্থা করা হবে ৷ পানীয় জল, টয়লেটের ব্যবস্থা জুতে রাখার ব্যবস্থাও করা হয়েছে, বলে জানান মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই ৷
- কোন কোন বাদ্যযন্ত্র থাকছে- অনুষ্ঠানে উত্তরপ্রদেশের বনসুরী ও ঢোলক শিল্পী থাকবেন ৷ কর্ণাটক থেকে বীণা থাকবে ৷ মহারাষ্ট্র থেকে সুন্দরী, পঞ্জাব থেকে আলঘোজা, ওড়িশা থেকে মারডালা, মধ্যপ্রদেশ থেকে সন্তুর, অন্ধ্রপ্রদেশ থেকে ঘটাম, ঝাড়খণ্ড থেকে সেতার, মণিপুর থেকে পুং, অসম থেকে নাগাদা এবং কালী, ছত্তিশগড় থেকে তম্বুর, বিহার থেকে পাখাওয়াজ, তামিলনাড়ু থেকে নাদাস্বর্ম এবং মৃদং, উত্তরাখণ্ডের হুডকাদিল্লি থেকে শেহনাহি এবং রাজস্থান থেকে রাবনহাথা বাদ্যযন্ত্র আসবে রাম মন্দিরে। বাংলা থেকে শ্রীখোল এবং সরোদ শিল্পীরাও থাকবেন 22 জানুয়ারির অনুষ্ঠানে ৷
প্রাণ প্রতিষ্টার দিন মন্দির ট্রাস্টের পক্ষ থেকে সাত হাজার জনেরও বেশি লোককে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের মধ্যে ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলি, বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন থেকে শিল্পপতি মুকেশ অম্বানি এবং গৌতম আদানি-সহ আরও বিশিষ্ট ব্যক্তিদের নিমন্ত্রণ করা হয়েছে ৷
আরও পডুন:
- রাম মন্দিরের অলি-গলিতে চমক, উদ্বোধনের আগে সেই ভিডিয়োই প্রকাশ্যে
- প্রাণ প্রতিষ্ঠার দিন রামের পোশাক কেমন হবে ? তুলে ধরল ইটিভি ভারত
- রাম মন্দিরের প্রবেশদ্বারে শোভা পাবে বাংলার শিল্পশৈলী, একশো ম্যুরাল তৈরি বিশ্বজিতের