পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ষষ্ঠ থেকে অষ্টম, আজ থেকে খুলছে তেলাঙ্গানার স্কুল - ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী

মুখ্য সচিবের নির্দেশ অনুযায়ী ফেব্রুয়ারির 24 থেকে 1 মার্চের মধ্যে ক্লাস শুরু করতে হবে বলে জানানো হয়েছে প্রকাশিত সরকারি হলফনামায় । টেলি কনফারেন্সে বৈঠকের পর এই ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল খোলার সিদ্ধান্ত।

তেলেঙ্গানার স্কুল পুনরায় খুলছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী
তেলেঙ্গানার স্কুল পুনরায় খুলছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী

By

Published : Feb 24, 2021, 12:46 PM IST

হায়দরাবাদ, 24 ফেব্রুয়ারি : মঙ্গলবার তেলাঙ্গানা সরকারের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবার থেকে স্কুল পুনরায় খুলছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ।

মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাও এর নির্দেশে মুখ্যসচিব সোমেশ কুমার জেলা সমাহর্তা সহ , জেলা শিক্ষা আধিকারিক , জেলা অনগ্রসর জাতি কল্যাণ আধিকারিক , সংখ্যালঘু ও উপজাতি কল্যাণ আধিকারিক ও তফসিলি জাতি উন্নয়ন বিভাগের সঙ্গে টেলি কনফারেন্সে বৈঠকের পর এই ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল খোলার সিদ্ধান্ত নেন ।

মুখ্যসচিবের নির্দেশ অনুযায়ী ফেব্রুয়ারির 24 থেকে 1 মার্চের মধ্যে ক্লাস শুরু করতে হবে বলে জানানো হয়েছে প্রকাশিত সরকারি হলফনামায় ।

ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রায় 17 লাখ 24 হাজার ছাত্রছাত্রী স্কুলে উপস্থিত হতে পারবে ।

মুখ্যসচিব সোমেশ কুমার বলেন , শিক্ষক ও ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য সবরকম সতর্কতা মূলক ব্যবস্থা নিতে হবে । প্রথমবার স্কুলগুলি খোলার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া উচিত ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম বারের মতো স্কুলগুলি পুনরায় শুরু হওয়ার জন্য (কোভিড -19 অতিমারি এবং লকডাউনের এই দীর্ঘ বিরতির পরে) বিশেষ ব্যবস্থা রাখা উচিত ।

প্রায় 11 মাসের ব্যবধানের পর নবম শ্রেণি থেকে পরবর্তী উচ্চশ্রেণির স্কুল পুনরায় খোলে 1 ফেব্রুয়ারি ।

দেশজুড়ে লকডাউন হওয়ার কিছুদিন আগে মার্চের মাঝামাঝি সময় থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ হয়ে যায় ।

2020 -21 শিক্ষাবর্ষে 1 সেপ্টেম্বর থেকে অনলাইন ক্লাস শুরু হয় । বহু শিক্ষার্থীর অভিভাবকদের অনুরোধের পরে কর্তৃপক্ষ নবম এবং তার পরবর্তী উচ্চশ্রেণির ক্লাস শুরু করার জন্য পুনরায় স্কুল খোলার সিদ্ধান্ত গ্রহণ করে ।

ABOUT THE AUTHOR

...view details