নয়াদিল্লি, 30 জুলাই : সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের (CBSE) দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশিত হল। ফল দেখা যাবে বোর্ডের দু‘টি ওয়েবসাইট থেকে। বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট হল 'cbseresults.nic.in', 'digilocker.gov.in' ৷ এছাড়া 'DigiLocker অ্যাপ' এও দেখতে পাওয়া যাবে রেজাল্ট।
এবার উত্তীর্ণ হয়েছেন 12 লক্ষ 96 হাজার 318 জন ৷ অনুত্তীর্ণ পড়ুয়ার সংখ্যা 8 হাজার 243 জন ৷ মেয়েদের পাশের হার 99.67 শতাংশ ৷ ছেলেদের পাশের হার 99.13 শতাংশ ৷ কেন্দ্রীয় বিদ্যালয়ের পাশের হার 100 শতাংশ। অন্যান্য বিদ্যালয়ের হার সেখানে 99.72 শতাংশ ৷
করোনা সংক্রমণের কারণে সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষা এবার হয়নি। তাই CBSE নিজস্ব একটি মূল্যায়ন পদ্ধতি তৈরি করে পরীক্ষার রেজাল্ট বের করেছে। সিবিএস-ই যে মূল্যায়ন পদ্ধতি তৈরি করেছিল তাতে বলা হয়েছিল দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণির স্কুলভিত্তিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের 30:30:40 এই অনুপাতে নম্বর সংগ্রহ করে রেজাল্ট তৈরি করা হবে।
এর জন্য বোর্ডের 13 সদস্যের একটি প্যানেল কমিটিও গঠন করা হয়েছিল। দশম শ্রেণির 30% নম্বর একাদশ শ্রেণির 30% নম্বর এবং দ্বাদশ শ্রেণির ইউনিট টেস্ট এবং মিডটার্ম পরীক্ষা 40% নম্বর নিয়ে রেজাল্ট তৈরি করা হয়েছে।
তবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দ্বাদশ শ্রেণির 65 হাজার পড়ুয়ার রেজাল্টের অপেক্ষার এখনও অবসান ঘটেনি। 65 হাজার 184 জন পরীক্ষার্থীর রেজাল্ট প্রকাশ করা হয়নি। এই ছাত্রছাত্রীদের অপেক্ষা করতে বলা হয়েছে এবং তাদের রেজাল্ট অগাস্ট মাসের 5 তারিখে প্রকাশিত হবে এমনটাই জানিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন।