পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

CBSE RESULT : CBSE (সিবিএসই) দ্বাদশ শ্রেণির ফল বেরোল, 65 হাজার পড়ুয়ার রেজাল্ট আটকে - CBSE board

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই ) দ্বাদশ শ্রেণির ফল বেরোল ৷ তবে 65 হাজার পড়ুয়ার রেজাল্ট প্রকাশ করা হয়নি। আগামী মাসের 5 তারিখের মধ্যে তাঁদের ফল প্রকাশ করা হবে ৷

CBSE RESULT
দ্বাদশ শ্রেণির ফল বেরোল

By

Published : Jul 30, 2021, 2:48 PM IST

Updated : Jul 30, 2021, 6:11 PM IST

নয়াদিল্লি, 30 জুলাই : সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের (CBSE) দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশিত হল। ফল দেখা যাবে বোর্ডের দু‘টি ওয়েবসাইট থেকে। বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট হল 'cbseresults.nic.in', 'digilocker.gov.in' ৷ এছাড়া 'DigiLocker অ্যাপ' এও দেখতে পাওয়া যাবে রেজাল্ট।

এবার উত্তীর্ণ হয়েছেন 12 লক্ষ 96 হাজার 318 জন ৷ অনুত্তীর্ণ পড়ুয়ার সংখ্যা 8 হাজার 243 জন ৷ মেয়েদের পাশের হার 99.67 শতাংশ ৷ ছেলেদের পাশের হার 99.13 শতাংশ ৷ কেন্দ্রীয় বিদ্যালয়ের পাশের হার 100 শতাংশ। অন্যান্য বিদ্যালয়ের হার সেখানে 99.72 শতাংশ ৷

করোনা সংক্রমণের কারণে সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষা এবার হয়নি। তাই CBSE নিজস্ব একটি মূল্যায়ন পদ্ধতি তৈরি করে পরীক্ষার রেজাল্ট বের করেছে। সিবিএস-ই যে মূল্যায়ন পদ্ধতি তৈরি করেছিল তাতে বলা হয়েছিল দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণির স্কুলভিত্তিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের 30:30:40 এই অনুপাতে নম্বর সংগ্রহ করে রেজাল্ট তৈরি করা হবে।

এর জন্য বোর্ডের 13 সদস্যের একটি প্যানেল কমিটিও গঠন করা হয়েছিল। দশম শ্রেণির 30% নম্বর একাদশ শ্রেণির 30% নম্বর এবং দ্বাদশ শ্রেণির ইউনিট টেস্ট এবং মিডটার্ম পরীক্ষা 40% নম্বর নিয়ে রেজাল্ট তৈরি করা হয়েছে।

তবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দ্বাদশ শ্রেণির 65 হাজার পড়ুয়ার রেজাল্টের অপেক্ষার এখনও অবসান ঘটেনি। 65 হাজার 184 জন পরীক্ষার্থীর রেজাল্ট প্রকাশ করা হয়নি। এই ছাত্রছাত্রীদের অপেক্ষা করতে বলা হয়েছে এবং তাদের রেজাল্ট অগাস্ট মাসের 5 তারিখে প্রকাশিত হবে এমনটাই জানিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন।

এবছর করোনা প্রকোপের কারণে বাদ হয়ে গেছে বোর্ডের সমস্ত পরীক্ষা। সেক্ষেত্রে সিবিএসই নির্ধারণ করেছিল যে দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির ইন্টার্নাল অ্যাসেসমেন্টের নম্বর নিয়ে এবছরের দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ করা হবে।

পরীক্ষার কন্ট্রোলার সন্যম ভরদ্বাজ বলেছেন, ‘‘1 হাজার 60টি নতুন স্কুলের রেজাল্ট এখনও নিরীক্ষণের মধ্যে রয়েছে ৷ যে সমস্ত পড়ুয়াদের রেজাল্ট এখনও প্রকাশিত হয়নি তাদের রেজাল্ট অগাস্ট মাসের 5 তারিখের মধ্যে প্রকাশিত হয়ে যাবে।’’ এ বছর 14 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে 99.37 শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। 95 শতাংশ বা তার বেশি নম্বর পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা এ বছর বেড়েছে। আগের বছর যে সংখ্যাটা ছিল 38 হাজার 686 ৷ এ বছর তা বেড়ে হয়েছে 70 হাজার 4 জন।

তবে এ বছর কোন মেধা তালিকা প্রকাশ করা হয়নি। সন্যম ভরদ্বাজ জানিয়েছেন, পরীক্ষার্থীদের মার্কশিট কাম সার্টিফিকেট প্রদান করা হবে।

রাজস্থান,ঝাড়খণ্ড, অসম,পঞ্জাব ও মেঘালয় এই পাঁচটি রাজ্যের দ্বাদশ শ্রেণির পরীক্ষার রেজাল্ট আজ প্রকাশ করা হয়েছে। ওই সব রাজ্যের পড়ুয়ারা রাজ্যের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে দ্বাদশ শ্রেণির রেজাল্ট দেখতে পাবেন।

এর আগে, বুধবার (২৮ জুলাই) বিচারপতি এ এম খানওয়ালিকার ও বিচারপতি দীনেশ মহেশ্বরীর বেঞ্চ দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের অফলাইনে পরীক্ষা দেওয়ার জন্য সিবিএসই মূল্যায়ন প্রকল্পে হস্তক্ষেপ প্রত্যাখ্যান করে ৷ এর আগে 22 জুন 15 অগাস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত পরীক্ষা হবে, সেই আবেদন খারিজ করে দেওয়া হয়।

Last Updated : Jul 30, 2021, 6:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details