পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Sexual Assault: দশম শ্রেণির ছাত্রকে যৌন হেনস্থা, সহপাঠীদের বিরুদ্ধে অকথ্য অত্যাচারের অভিযোগ - চিন্ময়ী শ্রীপদ টুইট

কেন্দ্রীয় সরকারি স্কুলে (Central Government School) দশম শ্রেণির এক ছাত্রকে (Class 10 Male Student) লাগাতার হেনস্থা ও যৌন নিগ্রহের (Sexual Assault) অভিযোগ ৷ কাঠগড়ায় তারই কয়েকজন সহপাঠী ! চেন্নাইয়ের (Chennai) অশোকনগরের ঘটনা নিয়ে পর পর টুইট সঙ্গীতশিল্পীর ৷

Class 10 Male Student Sexually Assaulted by classmates in a Chennai Central Government School
Sexual Assault: দশম শ্রেণির ছাত্রকে যৌন হেনস্থা, সহপাঠীদের বিরুদ্ধে অকথ্যা অত্যাচারের অভিযোগ

By

Published : Nov 24, 2022, 6:33 PM IST

Updated : Nov 24, 2022, 9:48 PM IST

চেন্নাই, 24 নভেম্বর: দশম শ্রেণির এক ছাত্রকে (Class 10 Male Student) লাগাতার হেনস্থা ও যৌন নিগ্রহের (Sexual Assault) অভিযোগ উঠল তারই একদল সহপাঠীর বিরুদ্ধে ৷ বৃহস্পতিবার এ নিয়ে একের পর এক টুইট করেন সঙ্গীতশিল্পী চিন্ময়ী শ্রীপদ (Chinmayi Sripaada) ৷ তাঁর দাবি, চেন্নাইয়ের (Chennai) অশোকনগরের একটি কেন্দ্রীয় সরকারি স্কুলে (Central Government School) ঘটনাটি ঘটেছে ৷

চিন্ময়ী তাঁর টুইটে দাবি করেছেন, ওই কিশোরকে তারই কয়েকজন সহপাঠী জোর করে শৌচালয়ে নিয়ে যায় ৷ তারপর সেখানে তাকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করা হয় ৷ এরপরই শুরু হয় অকথ্য যৌন নিগ্রহ ৷ এমনকী ওই ছাত্রকে মারধর করার পর তাকে আত্মহত্যা করতেও বলা হয় বলে দাবি করেছেন চিন্ময়ী ! ওই ছাত্রকে তার সহপাঠীরা একটি ছুরি দেয় ৷ তাকে বলে, ওই ছুরির সাহায্যে আত্মহত্যা করতে ! কিন্তু, ছেলেটি তা না করায় তাকে ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয় ৷ ওই ছাত্রকে অভিযুক্ত সহপাঠীরা বলে, ছাদে কোনও সিসিটিভি ক্যামেরা নেই ৷ তাই তাকে সেখান থেকে ঠেলে ফেলে খুন করা হবে !

আরও পড়ুন:আড়াই বছরের মেয়ের মৃত্যুতে ধৃত বাবা-মা ! করা হবে পলিগ্রাফ পরীক্ষা

এই ঘটনার পর ওই ছাত্রকে বলা হয়, সে যেন ভুলেও কাউকে এসব না বলে ৷ তাহলে তার বাবা-মাকে খুন করা হবে ৷ কেউ কিছু করতে পারবে না ৷ কারণ, তারা ক্ষমতাবান এবং তাদের সঙ্গে আরও অনেক প্রভাবশালী মানুষের যোগাযোগ রয়েছে !

ঘটনা প্রসঙ্গে চিন্ময়ী লিখেছেন, ছেলেটির মা-ও অভিযুক্তদের সঙ্গে ইতিমধ্যেই দেখা করেছেন এবং তাদের কাছে নিজের ছেলের জন্য 'ভিক্ষা' করেছেন ৷ এমনকী, ওই মহিলা অভিযুক্তদের পায়ে ধরে আবেদন করেন, তারা যেন তাঁর ছেলেকে আর উত্ত্যক্ত না করে এবং তার সঙ্গে বন্ধুত্ব করে নেয় ! কিন্তু, তারপরও অবস্থায় কোনও পরিবর্তন হয়নি বলে দাবি করেছেন চিন্ময়ী ৷ বস্তুত, এরপরও ওই ছেলেটিকে নিগ্রহ করা হয় ৷ অভিযুক্তরা তাকে 'পর্ন ফিল্ম' দেখতে বাধ্য করে ৷ শুধু তাই নয়, ওই ছাত্রকে তারা বলে, তার মায়ের সঙ্গে তারা যৌন সম্পর্ক স্থাপন করতে চায় !

এরপর বাধ্য হয়েই পুলিশের দ্বারস্থ হন 'আক্রান্ত' কিশোরের বাবা ৷ কিন্তু, পুলিশ তাঁকে বলে, অভিযোগ না করতে ! কারণ, তাহলে অভিযুক্ত ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে !

এই ঘটনার পরই অসুস্থ হয়ে পড়ে দশম শ্রেণির ওই ছাত্র ৷ চিন্ময়ীর টুইট অনুসারে, "ওই ছাত্র ভয়াবহ 'ট্রমা'র মধ্যে রয়েছে ৷ বারবার বমি করছে ৷ জ্বর হয়েছে ৷ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ সবকিছুতেই ভয় পাচ্ছে ছেলেটি ৷ কাউকে কাছে ঘেঁষতে দিচ্ছে না ৷ ছেলেটির বাবা আমাকে যা কিছু বলেছে, তার অনেক কিছুই আমি এখানে লিখতে পারলাম না ৷ কয়েকজন কিশোর যে এমনটা করতে পারে, এটাই ভাবতে পারছি না আমি ৷"

সূত্রের দাবি, এই ঘটনায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে ৷ কিন্তু, পুলিশ এ নিয়ে মুখ খুলতে রাজি হয়নি ৷ মুখে কুলুপ এঁটেছে স্কুল কর্তৃপক্ষও ৷

Last Updated : Nov 24, 2022, 9:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details