অযোধ্যা (উত্তরপ্রদেশ), 30 মে: দশম শ্রেণির ছাত্রীর স্কুল বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে যাওয়ার ঘটনায় নয়া মোড় ৷ একটি ভিডিয়ো প্রকাশ পেয়েছে যাতে দেখা যাচ্ছে স্কুলের প্রহরী মেয়েটির দেহ সরিয়ে রক্তের দাগ পরিষ্কার করছে ৷ শুক্রবার 26 মে সকালে উত্তরপ্রদেশের অযোধ্যার ক্যান্ট কোতোয়ালি এলাকায় সানবিম স্কুলের বিল্ডিংয়ের ছাদ ভেঙে দশম শ্রেণির ছাত্রী পড়ে গিয়ে মারা যায় ৷
একটি সিসিটিভি ফুটেজে মেয়েটিকে মাটিতে পড়ে থাকতে দেখা গিয়েছে ৷ যদিও স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে মেয়েটি দোল খেতে গিয়ে দোলনা থেকে পড়ে গিয়েছে ৷ কিন্তু তার বাবা মা তা মানতে নারাজ ৷ ছাত্রীটির পরিবার স্কুলের ম্যানেজার ব্রিজেশ যাদব, অধ্যক্ষ রশ্মি ভাটিয়া, শারীরশিক্ষার শিক্ষক অভিষেক কানোজিয়ার বিরুদ্ধে গণধর্ষণ ও খুনের মামলা দায়ের করেছেন ৷
এই মামলায় অযোধ্যা পুলিশ গঠিত সিট অন্যান্য সন্দেহভাজন ছাড়াও অভিযুক্ত তিনজনকেই আটক করেছে ৷ এছাড়াও ঘটনার দিন স্কুলে উপস্থিত 20 জন কর্মী ও পড়ুয়াদের বক্তব্যও নিয়েছে সিট ৷ সূত্রের খবর, এই মামলায় নতুন একটি সিসিটিভি ফুটেজ উঠে আসায় এই মামলায় নতুন মোড় এসেছে ৷