পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গার্গেলের মাধ্যমে কোভিড পরীক্ষা পদ্ধতির প্রকৃত আবিষ্কর্তা কে ? শুরু বিতর্ক - গার্গেলে কোভিড পরীক্ষা

স্যালাইন জলে গার্গেলের মাধ্যমে কোভিড আরটি-পিসিআর পরীক্ষা করার দাবি করেছে নাগপুরের সংস্থা ৷ তবে এইমস এক বছর আগেই এই পদ্ধতির প্রস্তাব দিয়েছিল বলে দাবি করা হয়েছে ৷

claim-and-counterclaim-over-innovation-of-saline-gargle-rt-pcr-method
গার্গেলে কোভিড পরীক্ষা পদ্ধতির প্রকৃত আবিষ্কর্তা কে ? শুরু বিতর্ক

By

Published : May 31, 2021, 7:42 PM IST

নয়াদিল্লি, 31 মে : স্যালাইন জল দিয়ে গার্গেলের মাধ্যমে কোভিড আরটি-পিসিআর পরীক্ষা করা যাবে বলে দাবি করেছে নাগপুরের ন্যাশনাল এনভারনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট ৷ তবে তাদের দাবির একদিনের মধ্যেই দেশের সম্মানীয় হাসপাতাল এইমস দাবি করল যে, তারা এক বছর আগেই এই পদ্ধতিতে কোভিড পরীক্ষার প্রস্তাব দিয়েছিল, তবে তাতে অনুমোদন দেয়নি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ৷

এইমসের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. অমনদ্বীপ সিং জানিয়েছেন, "এক বছর আগে গার্গেল ল্যাভেজ টেকনিক আবিষ্কার করে তার প্রস্তাব দিয়েছিলেন এইমসের ডাক্তাররা ৷ কিন্তু ডা. হর্ষ বর্ধন ও আইসিএমআর তাতে কোনও অনুমোদন দেননি ৷ কোনও ক্রেডিট না-দিয়েই এনইইআরআই এটা দেখাচ্ছে, সেটা ঠিক নয় ৷ এই পদ্ধতির জন্য এইমসের তরুণ রেসিডেন্ট ডাক্তারদের কৃতিত্ব দেওয়া উচিত ৷"

আরও পড়ুন:ছেলের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, মারধরের অভিযোগ ; পাল্টা অভিযোগ বৈশালীর

এইমস আরডিএ-র দাবি, "নাকের সোয়াব ও স্যালাইন জলে গার্গেলে 100 শতাংশ একই ফল মেলে ৷"

ABOUT THE AUTHOR

...view details