হায়দরাবাদ, 15 এপ্রিল :বিচারব্যবস্থায় শূন্যপদ পূরণের কাজ শুরু করা হয়েছে ৷ শুক্রবার এই কথা জানালেন দেশের প্রধান বিচারপতি এনভি রামানা (Chief Justice of India N V Ramana) ৷ এদিন তিনি হাজির হয়েছিলেন তেলঙ্গানায় ৷ সেখানে তিনি দু’দিনের তেলঙ্গানা জুডিশিয়াল অফিসার্স কনফারেন্সের (Telangana State Judicial Officers Conference) উদ্বোধন করেন ৷ সেই অনুষ্ঠানেই এই কথা বলেছেন দেশের প্রধান বিচারপতি (CJIs Remarks on Judicial Vacancies and Infrastructure) ৷
তিনি সেখানে বিচারপতি ও বিচারব্যবস্থার সঙ্গে যুক্ত অন্যদের সুরক্ষার বিষয়টি নিয়ে আলোচনা করেন ৷ একই সঙ্গে জানান, দেশের বিচারব্যবস্থার পরিকাঠামোকে আরও উন্নত করার চেষ্টা করা হচ্ছে ৷ তাঁর কথায়, বিচার তখনই সহজ হবে, যখন পর্যাপ্ত পরিমাণে আদালত ও আদালতের প্রয়োজনীয় পরিকাঠামো উপলব্ধ করা যাবে ৷
তিনি চান যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে নিম্ন আদালতগুলি বিচারপতি-বিচারকদের একটিও পদ যেন শূন্য না থাকে ৷ তিনি জানিয়েছেন, সেই কারণেই তেলঙ্গানায় 24 থেকে 42টি শূন্যপদে বিচারক নিয়োগের ফাইলে তিনি দ্রুত অনুমোদন দিয়েছেন ৷