ঔরঙ্গাবাদ (মহারাষ্ট্র), 23 অক্টোবর : বিচারব্যবস্থার উপর মানুষের বিশ্বাস গণতন্ত্রের শক্তি ৷ এমনই মনে করেন ভারতের প্রধান বিচারপতি এন ভি রামানা (Chief Justice of India N V Ramana) ৷ শনিবার মহারাষ্ট্রে বম্বে হাইকোর্টের (Bombay High Court) ঔরঙ্গাবাদ বেঞ্চের একটি ভবন উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷
দেশের প্রধান বিচারপতি এন ভি রামানার বক্তব্য, ‘‘আদালত যেকোনও সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ ৷ বিচারব্যবস্থার উপর মানুষের বিশ্বাস গণতন্ত্রের শক্তি ৷ সাংবিধানিক অধিকার থেকে বিচার পুরোটাই আদালত সুনিশ্চিত করে ৷’’
আরও পড়ুন :ISKCON Protest : বাংলাদেশে হিংসার প্রতিবাদে ভারতের বিভিন্ন রাজ্যে কীর্তন ইসকনের
সেই কারণে সারা দেশে আদালতের পরিকাঠামো যথাযথ হওয়া উচিত বলে তিনি মনে করেন ৷ তাই তিনি চান দেশে একটা ন্যাশনাল জুডিসিয়াল ইনফ্রাস্ট্রাকচার অথরিটি (National Judicial Infrastructural Authority) তৈরি হোক ৷ যেখানে বিচারব্যবস্থার হাতেই পরিকাঠামো তৈরির জন্য আর্থিক স্বাধীনতা থাকবে ৷