হায়দরাবাদ, 24 ডিসেম্বর : "মাতৃভূমি, মাতৃভাষা এবং মাতৃদেশম", এই তিনটি বিষয়ে শ্রদ্ধা বজায় রাখার উপর জোর দিলেন দেশের প্রধান বিচারপতি এনভি রামানা (Chief Justice of India, N V Ramana) ৷ হায়দরাবাদে একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেওয়ার সময় উপস্থিত সকলকে এই বার্তা দেন তিনি (CJI N V Ramana stresses on respecting Matrbhoomi, Matribhasha, Matridesham) ৷
প্রধান বিচারপতি বলেন, "অনেক কোভিড-19 ভ্যারিয়্যান্ট এসেছে ৷ আর তাদের বিরুদ্ধে লড়তে দেশে প্রস্তুত ভ্যাকসিন ভালোভাবেই কাজ করেছে ৷ কিন্তু বেশ কিছু কোম্পানি ভারতীয় ভ্যাকসিনের বিরুদ্ধে কাজ শুরু করেছে ৷ তা সত্ত্বেও ভারতের তৈরি কোভিড-19 ভ্যাকসিন সাফল্য পেয়েছে ৷ আমাদের এভাবেই নিজেদের মাতৃভূমি, মাতৃভাষা এবং মাতৃদেশমকে শ্রদ্ধা করা উচিত আমাদের ৷ ভালোবাসা উচিত ৷"
আরও পড়ুন : CJI at Constitution Day Celebration : সংবিধান দিবসে বিচারব্যবস্থাকে রক্ষার আবেদন প্রধান বিচারপতির