পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

CJI DY Chandrachud: আদালতের রায় একেবারে অগ্রাহ্য করতে পারে না আইনসভা, মত প্রধান বিচারপতির

CJI DY Chandrachud on Legislature: শনিবার এক সম্মেলনে হাজির হয়েছিলেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ৷ সেখানে তিনি জানান, আদালতের কোনও রায় একেবারে অগ্রাহ্য করতে পারে না আইনসভা ৷ শুধু আদালতের কোনও রায়ের ঘাটতি পূরণ করতে আইন তৈরি করতে পারে ৷

CJI DY Chandrachud
CJI DY Chandrachud

By ETV Bharat Bangla Team

Published : Nov 4, 2023, 1:46 PM IST

নয়াদিল্লি, 4 নভেম্বর: আদালতের কোনও রায়ের ঘাটতি পূরণ করার জন্য আইনসভা কোনও আইন তৈরি করতেই পারে ৷ কিন্তু সেই রায়কে একেবারে অগ্রাহ্য করতে পারে না ৷ শনিবার এমনই মন্তব্য করেছেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ৷

নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে বক্তৃতা দেওয়ার সময় এই কথা বলেন তিনি ৷ তাঁর কথায়, কোনও বিষয়ে রায় দেওয়ার সময় বিচারপতিরা কখনও এটা ভাবেন না যে এই রায়ের ফলে সমাজে কী প্রভাব পড়বে ৷ আর নির্বাচিত সরকার ও বিচারব্যবস্থার মধ্যে পার্থক্য এখানেই ৷

দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, "যখন কোনও বিষয়ে আদালতের রায় থাকে, তখন আইনসভা কী করতে পারে এবং কী করতে পারে না, তার মধ্যে একটি বিভাজন রেখা রয়েছে ৷ যদি কোনও রায় একটি নির্দিষ্ট ইস্যুর উপর ভিত্তি করে হয় এবং সেখানে আইনের ঘাটতি উল্লেখ করা হয়, সেক্ষেত্রে সেই ঘাটতি মেটানোর জন্য আইনসভার কাছে নতুন আইন প্রণয়নের রাস্তা খোলা থাকে ।’’

তিনি জানান, আদালতের রায়কে ভুল বলে মনে করে সেটাকে অগ্রাহ্য করার এক্তিয়ার নেই আইনসভার ৷ আদালতের রায় সরাসরি আইনসভা বাতিল করতে পারে না ৷ তিনি আরও জানান, বিচারকরা সাংবিধানিক নৈতিকতা দ্বারা পরিচালিত হন ৷ মামলার বিচার করার সময় তাঁরা জনসাধারণের নৈতিকতার কথা মাথায় রাখেন না ৷

ডিওয়াই চন্দ্রচূড় আরও জানান, চলতি বছরে এখনও পর্যন্ত 72 হাজার মামলার নিষ্পত্তি করা হয়েছে ৷ এখনও বছর শেষ হতে প্রায় দেড় মাস বাকি আছে ৷ তিনি বিচারব্যবস্থায় পরিকাঠামোগত বাধার কথা উল্লেখ করেছেন ৷ মহিলাদের আরও বেশি করে বিচারব্যবস্থার অংশীদার হওয়া উচিত বলে তিনি মনে করেন ৷ সেই কথাও এ দিন উল্লেখ করেছেন ৷

পাশাপাশি তিনি ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন এই বিশ্বকাপে ভালো খেলার জন্য ৷ তাঁর কথায়, ভারতের ভালো খেলা তাঁকে অনুপ্রাণিত করে ৷

সংবাদসংস্থা - পিটিআই

ABOUT THE AUTHOR

...view details