নয়াদিল্লি, 4 নভেম্বর: আদালতের কোনও রায়ের ঘাটতি পূরণ করার জন্য আইনসভা কোনও আইন তৈরি করতেই পারে ৷ কিন্তু সেই রায়কে একেবারে অগ্রাহ্য করতে পারে না ৷ শনিবার এমনই মন্তব্য করেছেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ৷
নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে বক্তৃতা দেওয়ার সময় এই কথা বলেন তিনি ৷ তাঁর কথায়, কোনও বিষয়ে রায় দেওয়ার সময় বিচারপতিরা কখনও এটা ভাবেন না যে এই রায়ের ফলে সমাজে কী প্রভাব পড়বে ৷ আর নির্বাচিত সরকার ও বিচারব্যবস্থার মধ্যে পার্থক্য এখানেই ৷
দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, "যখন কোনও বিষয়ে আদালতের রায় থাকে, তখন আইনসভা কী করতে পারে এবং কী করতে পারে না, তার মধ্যে একটি বিভাজন রেখা রয়েছে ৷ যদি কোনও রায় একটি নির্দিষ্ট ইস্যুর উপর ভিত্তি করে হয় এবং সেখানে আইনের ঘাটতি উল্লেখ করা হয়, সেক্ষেত্রে সেই ঘাটতি মেটানোর জন্য আইনসভার কাছে নতুন আইন প্রণয়নের রাস্তা খোলা থাকে ।’’