পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

CJI DY Chandrachud: আইনজীবীর পারিশ্রমিক হিসেবে মিলেছিল মায়ের জন্য শাড়ি! স্মৃতিচারণে দেশের প্রধান বিচারপতি - মিলেছিল মায়ের জন্য শাড়ি

দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন ৷ সেই সময়ের দু'টি ঘটনার স্মৃতি রোমন্থন করলেন তিনি ৷

ETV Bharat
দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2023, 7:18 AM IST

Updated : Sep 27, 2023, 7:40 AM IST

নয়াদিল্লি, 27 সেপ্টেম্বর: এক দাপুটে রাজনৈতিক নেতা তাঁর মক্কেল ৷ তাঁর কাছ থেকে পারিশ্রমিক হিসেবে টাকা নয়, শাড়ি পেয়েছিলেন তরুণ আইনজীবী ৷ আরেক মক্কেল পারিশ্রমিক হিসেবে তাঁকে অনেক বেশি মামলা পাইয়ে দেওয়ার টোপ দিয়েছিলেন ৷ মঙ্গলবার নথিভুক্ত অ্যাডভোকেট অন রেকর্ড বা এওআর-এর একটি অনুষ্ঠানে এসে এভাবেই স্মৃতিতে ডুব দিলেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ৷

আইনি পেশায় তখন তিনি নিতান্তই তরুণ ৷ এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার হয়ে মামলা লড়েছিলেন এবং তাতে সাফল্যও পেয়েছিলেন ৷ এদিকে পারিশ্রমিক হিসেবে অর্থ জোটেনি আজকের প্রধান বিচারপতির কপালে ৷ এই ঘটনাটি উল্লেখ করে দেশের বর্তমান প্রধান বিচারপতি বলেন, "আমার মতো একজন তরুণ আইনজীবী কীভাবে ওই মামলাটি সামলাতে পারল সেটাই বোঝার চেষ্টা করছিলেন ওই রাজনৈতিক নেতা। তখন দিল্লির সোম বিহারের কাছে একটা ছোট্ট ফ্ল্যাটে থাকতাম ৷ একদিন দেখি, তিনি আমাদের ফ্ল্যাটে এসেছেন ৷ আমার মাকে একটি সুন্দর শাড়ি উপহার দিয়েছিলেন ৷"

পরের দিন সকালে তরুণ আইনজীবী ডি ওয়াই চন্দ্রচূড় অফিসে পৌঁছলে তাঁর সিনিয়র আইনজীবী জানান, ওই শাড়িটাই তাঁর পারিশ্রমিক ৷ তবে এতে তিনি খুশি হওয়ার বদলে কিছুটা হতাশই হয়েছিলেন ৷ প্রধান বিচারপতির কথায়, " এভাবে একজন জুনিয়রের প্রশংসা করা যায় না ৷ আমি নিরাশই হয়েছিলাম ৷ পরে জানতে পারলাম এটাই আসল পারিশ্রমিক !"

এই অনুষ্ঠানে দেশের আরও একটি ঘটনার কথা তুলে ধরেন ৷ সেই মামলার মক্কেল তাঁকে মামলার পারশ্রমিক হিসেবে আরও বেশি মামলা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ তিনি বলেন, "তখন দিল্লিতে এসে প্রথম মামলা করছি ৷ এওআর গানপুলে আমায় সাহায্য করছিলেন ৷ আমার সেই মক্কেল দিল্লিতে বারবার যাতায়াত করতেন ৷ আর এওআর গানপুলে সেই বিষয়গুলির তত্ববধান করতেন ৷" এই মক্কেল তাঁকে আরও মামলা দেওয়ার কথা জানিয়েছিলেন ৷ প্রধান বিচারপতি বলেন, " সেদিন গানপুলে আমায় বলেছিলেন কোনও মক্কেল যখন এমন কথা বলেন তখন বুঝে নিতে হবে সংশ্লিষ্ট মামলার জন্য তিনি কোনও টাকাই দেবেন না!"

আরও পড়ুন: 'গত কয়েক মাসে কিছুই হয়নি', হাইকোর্টের বিচারপতি নিয়োগ-বদলির বিলম্বে উদ্বেগ সুপ্রিম কোর্টের

Last Updated : Sep 27, 2023, 7:40 AM IST

ABOUT THE AUTHOR

...view details