পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

CJI on Manipur: অন্য ঘটনার তুলনা টেনে মণিপুরের ঘটনার বিচার করা যায় না, মন্তব্য প্রধান বিচারপতির

মণিপুরের ঘটনায় সরকার পদক্ষেপ না করলে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে ব্যবস্থা নেবে আগেই এই হুঁশিয়ারি দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ৷ সোমবার তিনি জানিয়েছে, মণিপুরের ঘটনাকে দেশের অন্য কোনও প্রান্তের ঘটনার প্রসঙ্গ টেনে বিচার করা যায় না ৷

ETV Bharat
ফাইল ছবি

By

Published : Jul 31, 2023, 4:27 PM IST

Updated : Jul 31, 2023, 5:44 PM IST

নয়াদিল্লি, 31 জুলাই: "মণিপুরে মহিলাদের বিরুদ্ধে যে হিংসার ঘটনা ঘটেছে তা অভূতপূর্ব, সাম্প্রদায়িক কলহের শিকার হয়েছেন মহিলারা ৷ দেশের অন্যপ্রান্তে কী ঘটনা ঘটেছে সেই তুলনা টেনে আমরা মণিপুরের ঘটনার বিচার করতে পারি না ৷" সোমবার মণিপুরের ঘটনা প্রসঙ্গে এই মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ৷

এদিন মামলার শুনানিতে বাঁশুরি স্বরাজ নামে এক আইনজীবী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চকে জানান, মণিপুরের মতো একই ধরণের নারী নির্যাতনের ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গ, রাজস্থানের মতো রাজ্যগুলিতেও ৷ এর জবাবে প্রধান বিচারপতি বলেন, "আমরা বর্তমানে মণিপুর নিয়ে আলোচনা করছি, আপনার কথা পরে শুনব ৷" এরপরেই ডিওয়াই চন্দ্রচূড় বলেন, "এই ধরনের ঘটনা দেশের অন্য প্রান্তেও ঘটছে ৷ এই কথা বললেই সব মিটে যায় না ৷ মণিপুরের মতো দেশের অন্যপ্রান্তেও একই ঘটনা ঘটছে, এই মন্তব্য কোনও যুক্তি হতে পারে না ৷ প্রশ্ন হল মণিপুর সমস্যার সমাধানে আমরা কী করছি ৷ আপনি কি বলতে চাইছেন হয় দেশের সব মেয়েকে রক্ষা করা হোক নয়তো কাউকেই নয় ?"

আরও পড়ুন: আগে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা, পরে বাকি সব; লোকসভায় জানালেন অধীর

মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ঘটনা ঘটে 4 মে, অথচ এফআইআর দায়ের হয় 18 মে ৷ পুলিশ এই 14 দিন ধরে কী করছিল, এদিন তাও জানতে চায় সুপ্রিম কোর্ট ৷ জবাবে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, সরকারের কিছু লুকানোর নেই ৷ আদালত চাইলে পরিস্থিতি খতিয়ে দেখতেই পারে ৷

আরও পড়ুন: মণিপুরের নির্যাতিতাদের মামলা অন্য রাজ্যে সরাতে চেয়ে আবেদন কেন্দ্রের

এদিন মণিপুর প্রসঙ্গে বলতে গিয়ে দিল্লির নির্ভয়াকাণ্ডের প্রসঙ্গও টানেন প্রধান বিচারপতি ৷ জানান, মণিপুরের ঘটনা আর দিল্লির নির্ভয়াকাণ্ড এক নয় ৷ সেই ঘটনাও ভয়ংকর ছিল, কিন্তু তা বিচ্ছিন্ন ঘটনা ৷ কিন্তু মণিপুরে যা হচ্ছে সেটা ধারাবাহিক হিংসা ৷ ভারতীয় দণ্ডবিধিতে এর জন্য আলাদা ধারা রয়েছে ৷ মণিপুরে যে ঘরগুলি পুড়িয়ে বা ভেঙে দেওয়া হয়েছে সেগুলি ফের গড়ে তোলার জন্য কেন্দ্র কোনও আর্থিক সহায়তা ঘোষণা করেছে কি না তাও এদিন জানতে চেয়েছে শীর্ষ আদালত ৷

Last Updated : Jul 31, 2023, 5:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details