নয়াদিল্লি, 31 জুলাই: "মণিপুরে মহিলাদের বিরুদ্ধে যে হিংসার ঘটনা ঘটেছে তা অভূতপূর্ব, সাম্প্রদায়িক কলহের শিকার হয়েছেন মহিলারা ৷ দেশের অন্যপ্রান্তে কী ঘটনা ঘটেছে সেই তুলনা টেনে আমরা মণিপুরের ঘটনার বিচার করতে পারি না ৷" সোমবার মণিপুরের ঘটনা প্রসঙ্গে এই মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ৷
এদিন মামলার শুনানিতে বাঁশুরি স্বরাজ নামে এক আইনজীবী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চকে জানান, মণিপুরের মতো একই ধরণের নারী নির্যাতনের ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গ, রাজস্থানের মতো রাজ্যগুলিতেও ৷ এর জবাবে প্রধান বিচারপতি বলেন, "আমরা বর্তমানে মণিপুর নিয়ে আলোচনা করছি, আপনার কথা পরে শুনব ৷" এরপরেই ডিওয়াই চন্দ্রচূড় বলেন, "এই ধরনের ঘটনা দেশের অন্য প্রান্তেও ঘটছে ৷ এই কথা বললেই সব মিটে যায় না ৷ মণিপুরের মতো দেশের অন্যপ্রান্তেও একই ঘটনা ঘটছে, এই মন্তব্য কোনও যুক্তি হতে পারে না ৷ প্রশ্ন হল মণিপুর সমস্যার সমাধানে আমরা কী করছি ৷ আপনি কি বলতে চাইছেন হয় দেশের সব মেয়েকে রক্ষা করা হোক নয়তো কাউকেই নয় ?"
আরও পড়ুন: আগে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা, পরে বাকি সব; লোকসভায় জানালেন অধীর