পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

CJI on Manipur: অন্য ঘটনার তুলনা টেনে মণিপুরের ঘটনার বিচার করা যায় না, মন্তব্য প্রধান বিচারপতির - মণিপুর হিংসা

মণিপুরের ঘটনায় সরকার পদক্ষেপ না করলে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে ব্যবস্থা নেবে আগেই এই হুঁশিয়ারি দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ৷ সোমবার তিনি জানিয়েছে, মণিপুরের ঘটনাকে দেশের অন্য কোনও প্রান্তের ঘটনার প্রসঙ্গ টেনে বিচার করা যায় না ৷

ETV Bharat
ফাইল ছবি

By

Published : Jul 31, 2023, 4:27 PM IST

Updated : Jul 31, 2023, 5:44 PM IST

নয়াদিল্লি, 31 জুলাই: "মণিপুরে মহিলাদের বিরুদ্ধে যে হিংসার ঘটনা ঘটেছে তা অভূতপূর্ব, সাম্প্রদায়িক কলহের শিকার হয়েছেন মহিলারা ৷ দেশের অন্যপ্রান্তে কী ঘটনা ঘটেছে সেই তুলনা টেনে আমরা মণিপুরের ঘটনার বিচার করতে পারি না ৷" সোমবার মণিপুরের ঘটনা প্রসঙ্গে এই মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ৷

এদিন মামলার শুনানিতে বাঁশুরি স্বরাজ নামে এক আইনজীবী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চকে জানান, মণিপুরের মতো একই ধরণের নারী নির্যাতনের ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গ, রাজস্থানের মতো রাজ্যগুলিতেও ৷ এর জবাবে প্রধান বিচারপতি বলেন, "আমরা বর্তমানে মণিপুর নিয়ে আলোচনা করছি, আপনার কথা পরে শুনব ৷" এরপরেই ডিওয়াই চন্দ্রচূড় বলেন, "এই ধরনের ঘটনা দেশের অন্য প্রান্তেও ঘটছে ৷ এই কথা বললেই সব মিটে যায় না ৷ মণিপুরের মতো দেশের অন্যপ্রান্তেও একই ঘটনা ঘটছে, এই মন্তব্য কোনও যুক্তি হতে পারে না ৷ প্রশ্ন হল মণিপুর সমস্যার সমাধানে আমরা কী করছি ৷ আপনি কি বলতে চাইছেন হয় দেশের সব মেয়েকে রক্ষা করা হোক নয়তো কাউকেই নয় ?"

আরও পড়ুন: আগে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা, পরে বাকি সব; লোকসভায় জানালেন অধীর

মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ঘটনা ঘটে 4 মে, অথচ এফআইআর দায়ের হয় 18 মে ৷ পুলিশ এই 14 দিন ধরে কী করছিল, এদিন তাও জানতে চায় সুপ্রিম কোর্ট ৷ জবাবে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, সরকারের কিছু লুকানোর নেই ৷ আদালত চাইলে পরিস্থিতি খতিয়ে দেখতেই পারে ৷

আরও পড়ুন: মণিপুরের নির্যাতিতাদের মামলা অন্য রাজ্যে সরাতে চেয়ে আবেদন কেন্দ্রের

এদিন মণিপুর প্রসঙ্গে বলতে গিয়ে দিল্লির নির্ভয়াকাণ্ডের প্রসঙ্গও টানেন প্রধান বিচারপতি ৷ জানান, মণিপুরের ঘটনা আর দিল্লির নির্ভয়াকাণ্ড এক নয় ৷ সেই ঘটনাও ভয়ংকর ছিল, কিন্তু তা বিচ্ছিন্ন ঘটনা ৷ কিন্তু মণিপুরে যা হচ্ছে সেটা ধারাবাহিক হিংসা ৷ ভারতীয় দণ্ডবিধিতে এর জন্য আলাদা ধারা রয়েছে ৷ মণিপুরে যে ঘরগুলি পুড়িয়ে বা ভেঙে দেওয়া হয়েছে সেগুলি ফের গড়ে তোলার জন্য কেন্দ্র কোনও আর্থিক সহায়তা ঘোষণা করেছে কি না তাও এদিন জানতে চেয়েছে শীর্ষ আদালত ৷

Last Updated : Jul 31, 2023, 5:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details