নয়াদিল্লি, 16 সেপ্টেম্বর: সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টগুলিতে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে তাঁদের মান পর্যালোচনা করতে হয় ৷ আর সেটা করতে প্রয়োজনীয় তথ্য রয়েছে সুপ্রিম কোর্টের কাছে ৷ তাই এটা বলা ভুল যে, সুপ্রিম কোর্ট কলেজিয়ামের কাছে নিযুক্ত বিচারপতিদের মূল্যায়ন করার তথ্য নেই ৷ কলেজিয়াম ব্যবস্থার সমালোচনার জবাব এভাবেই দিলেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ৷ পাশাপাশি জানালেন, দেশের সবচেয়ে ভালো 50 জন বিচারপতির মূল্যায়ন করা হয়েছে ৷ আগামিদিনে তাঁদের শীর্ষ আদালতের নিয়োগ করা হতে পারে।
শুক্রবার দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আরও জানান, সুপ্রিম কোর্ট কলেজিয়ামের বিচারপতি নিয়োগ প্রক্রিয়ার উন্নতি হয়েছে। পরবর্তীকালেও উন্নতির এই প্রক্রিয়া চলবে ৷ তিনি বলেন, "কলেজিয়ামের মাধ্যমে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছি ৷ এই বিষয়ে কাজ চলছে ৷ আমরা উন্নতি করেছি ৷ 'সেন্টার ফর রিসার্চ অ্যান্ড প্ল্যানিং' নামে আমাদের একটি গবেষণা কেন্দ্রও রয়েছে ৷ এর প্রধান হরিয়ানার জুডিশিয়াল সার্ভিসেসের এক আধিকারিক ৷"