নয়াদিল্লি, 13 ডিসেম্বর:সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বুধবার তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্রের আইনজীবীকে আশ্বস্ত করে জানিয়েছেন, লোকসভা থেকে তাঁকে বহিষ্কারের বিষয়ে চ্যালেঞ্জ জানিয়ে যে আবেদন করেছিলেন মহুয়া তা জরুরি ভিত্তিতে শুনানির বিষয়ে সিদ্ধান্ত নেবেন ৷ যদিও ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, যার অভিযোগের ভিত্তিতেই মহুয়াকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছিল, তিনিও মহুয়াকে অভিযুক্ত করার জন্য পালটা আদালতের দ্বারস্থ হয়েছেন ৷
তৃণমূল নেত্রী সোমবার তাঁর বহিষ্কারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন ৷ লোকসভা এথিক্স কমিটির রিপোর্ট গ্রহণ করেছিল ৷ যেখানে সাফ জানানো হয়, মহুয়া একজন ব্যবসায়ীর কাছ থেকে টাকা, উপহার নিয়েছিলেন সংসদে প্রশ্ন করার জন্য ৷ এরপরই মহুয়াকে দোষী সাব্যস্ত করার পাশাপাশি লোকসভা থেকে তাঁকে বহিষ্কারও করা হয়। অন্যদিকে, নিশিকান্ত দুবে শীর্ষ আদালতে পালটা দায়ের করা আবেদনে বলেন, "যেহেতু তাৎক্ষণিক পিটিশনের পুরো সূত্রটি 15 অক্টোবর তারিখে আবেদনকারীর (নিশিকান্ত দুবে) দ্বারা করা অভিযোগ থেকে উঠে এসেছে, তাই এটি সম্পূর্ণ ন্যায়সঙ্গত এবং ন্যায়বিচারের স্বার্থে আবেদনকারীকে প্রয়োজনীয় পক্ষ হিসাবে রাখা হোক ৷"