পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিমানকর্মীদের টিকাকরণ ও এয়ার ইন্ডিয়া ইস্যু নিয়ে বৈঠক - বিমানবন্দরের সমস্ত কর্মীদের অগ্রণী কর্মী হিসাবে বিবেচনা

অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সচিব প্রদীপ সিং খারোলা বৃহস্পতিবার একটি বৈঠকে বেসরকারি বিমানবন্দর অপারেটরদের জানান, বিমানবন্দরের সমস্ত কর্মীদের অগ্রণী কর্মী হিসাবে বিবেচনা করে তাঁদের অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়া হবে ৷

বিমানকর্মীদের টিকাকরণ ও এয়ার ইন্ডিয়া ইস্যু নিয়ে বৈঠক করলেন বিমান পরিবহন মন্ত্রক সচিব
বিমানকর্মীদের টিকাকরণ ও এয়ার ইন্ডিয়া ইস্যু নিয়ে বৈঠক করলেন বিমান পরিবহন মন্ত্রক সচিব

By

Published : Jun 4, 2021, 1:42 PM IST

নয়াদিল্লি, 4 জুন : অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সচিব প্রদীপ সিং খারোলা টিকাদানের অগ্রগতি এবং এয়ার ইন্ডিয়ার বকেয়া ইস্যু নিয়ে আলোচনা করার জন্য বেসরকারি বিমানবন্দর অপারেটরদের সঙ্গে বৃহস্পতিবার একটি বৈঠক করেন ৷

সূত্রের খবর, এদিন প্রদীপ সিং খারোলা বেসরকারি বিমানবন্দর অপারেটরদের জানান, বিমানবন্দরের সমস্ত কর্মীদের অগ্রণী কর্মী হিসাবে বিবেচনা করে তাঁদের অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়া হবে ৷

বৈঠকে বিমানবন্দর অপারেটরদের আরও জানানো হয় যে, এখন থেকে এয়ার ইন্ডিয়ার সমস্ত বকেয়া পাওনা পরিচালনা করবে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক ৷

আরও পড়ুন :রাজ্যে অনেকটাই কমল দৈনিক মৃত্যু, কলকাতায় সংক্রমণ নামল হাজারের নিচে

সরকারের লক্ষ্য হল, এই চলতি আর্থিক বছরের মধ্যে বিক্রয় সম্পন্ন করে বিস্তৃত আর্থিক ঘাটতি পূরণ ৷ আর সেটাই হবে আয়ের অন্যতম প্রধান উৎস ৷

সরকার এয়ার ইন্ডিয়ার পুরো 100 শতাংশ শেয়ার বিক্রি করছে যেটা 2007 সালে দেশীয় অপারেটর ভারতীয় এয়ারলাইন্সে সংযুক্ত হওয়ার পর থেকে এটি লোকসানে চলছিল ৷ টাটা গ্রুপ এবং স্পাইসজেটের প্রোমোটর অজয় ​​সিং এয়ার ইন্ডিয়ার শেয়ার বিভক্তিকরণের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত হয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details