নয়াদিল্লি, 4 জুন : অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সচিব প্রদীপ সিং খারোলা টিকাদানের অগ্রগতি এবং এয়ার ইন্ডিয়ার বকেয়া ইস্যু নিয়ে আলোচনা করার জন্য বেসরকারি বিমানবন্দর অপারেটরদের সঙ্গে বৃহস্পতিবার একটি বৈঠক করেন ৷
সূত্রের খবর, এদিন প্রদীপ সিং খারোলা বেসরকারি বিমানবন্দর অপারেটরদের জানান, বিমানবন্দরের সমস্ত কর্মীদের অগ্রণী কর্মী হিসাবে বিবেচনা করে তাঁদের অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়া হবে ৷
বৈঠকে বিমানবন্দর অপারেটরদের আরও জানানো হয় যে, এখন থেকে এয়ার ইন্ডিয়ার সমস্ত বকেয়া পাওনা পরিচালনা করবে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক ৷