নয়াদিল্লি, 12 ডিসেম্বর: নিরাপত্তার নামে যাত্রীদের হেনস্থা করা হচ্ছে দিল্লি বিমানবন্দরের 3 নম্বর টার্মিনালে ৷ এমনই অভিযোগ করেছিলেন এক যাত্রী ৷ সেই অভিযোগে ভিত্তিতে সোমবার সকালে হঠাৎ বিমানবন্দরে উপস্থিত হলেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Civil Aviation Minister Jyotiraditya Scindia Surprise Visit at Delhi Airport) ৷ আর মন্ত্রীর এই সারপ্রাইজ ভিজিটে কার্যত হতবাক বিমানবন্দর কর্তৃপক্ষ এবং অন্যান্য যাত্রীরা ৷
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে দিল্লি বিমানবন্দরের 3 নম্বর টার্মিনাল অর্থাৎ, আন্তর্জাতিক বিমানের যাত্রীরা যেখান দিয়ে যাওয়া আসা করেন, সেখান হেনস্থার অভিযোগ উঠছিল ৷ বহু যাত্রী অসামরিক বিমান মন্ত্রককে উল্লেখ করে অভিযোগ করছিলেন, নিরাপত্তার নামে তাঁদের হেনস্থা করা হচ্ছে ৷ নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা সিকিউরিটি চেকিংয়ের নামে অযথা জটিলতা তৈরি করছেন ৷ এমনকী যাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগও করেছেন অনেকে ৷