পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

CISF Implement One Hand Bag Rule : বিমানযাত্রীরা হাতে একটাই ব্যাগ রাখতে পারবেন, নির্দেশ সিআইএসএফের

বিমানযাত্রীরা এখন থেকে হাতে একটা ব্যাগ নিয়ে বিমান যাত্রা করতে পারবেন ৷ নির্দেশিকা জারি করল সিআইএসএফ (CISF Direction on Hand Bag) ৷

By

Published : Jan 21, 2022, 5:11 PM IST

cisf-direction-on-one-hand-bag-rule-during-air-travel
CISF Implement One Hand Bag Rule : বিমানযাত্রীরা হাতে একটাই ব্যাগ রাখতে পারবেন, নির্দেশ সিআইএসএফের

নয়াদিল্লি, 21 জানুয়ারি : বিমান যাত্রার সময় ব্যাগ নেওয়ার নিয়মে পরিবর্তন করা হল ৷ নতুন নিয়মে কোনও বিমানযাত্রী হাতে একটাই ব্যাগ রাখতে পারবেন (One Hand Bag Rule) ৷ শুক্রবার কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী বা সিআইএসএফ-এর তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে (CISF Direction on Hand Bag) ৷

সেখানে উল্লেখ করা হয়েছে, বিমান যাত্রার সময় অনেক যাত্রীই হাতে একের বেশি ব্যাগ রাখেন ৷ তার কারণে বিমানবন্দরে নিরাপত্তা সংক্রান্ত চেকিংয়ের সময় সমস্যা হয় ৷ ভিড় বাড়ে ৷ তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

বিমানবন্দর কর্তৃপক্ষ ও বিমান সংস্থাগুলিকে এই বিষয়টি দ্রুত যাত্রীদের কাছে জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে ৷ এই নির্দেশিকার একটি চিঠি সিআইএসএফ-এর এয়ারপোর্ট সেক্টরের আইজি বিজয় প্রকাশ পাঠিয়েছেন ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির ডিজিকে ৷

আরও পড়ুন :New COVID Guidelines : নয়া কোভিড বিধিনিষেধ জারির পরও স্বাভাবিক দিল্লি বিমানবন্দর

ABOUT THE AUTHOR

...view details