নয়াদিল্লি, 20 অক্টোবর:দশম শ্রেণিরআইসিএসই(ICSE) ও দ্বাদশ শ্রেণির আইএসসি (ISC)-র প্রথম সেমেস্টারের পরীক্ষা (First Semester Examination) স্থগিত করে দিল কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (Council for Indian School Certificate Examination)৷ মঙ্গলবার রাতে আচমকাই এই সিদ্ধান্তের কথা জানায় সিআইএসসিই (CISCE) বোর্ড ৷
বোর্ডের চিফ এক্সিকিউটিভ তথা সেক্রেটারি গেরি আরাথুন এ বিষয়ে নির্দেশিকা জারি করে জানিয়েছেন, "কারণ নিয়ন্ত্রণের বাইরে থাকায়, 2021-2022 সালের দশম ও দ্বাদশ শ্রেণির প্রথম সেমেস্টারের পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সিআইএসসিই ৷ সব স্টেকহোল্ডারকে এই সিদ্ধান্তের কথা দ্রুত অবগত করানোর জন্য আবেদন জানানো হচ্ছে ৷"