পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সিআইএসসিই-র বোর্ড পরীক্ষা স্থগিত, নতুন দিন ঘোষণা জুনে - ICSE exam

একটি বিবৃতিতে সিআইএসসিই জানিয়েছে, "কোভিড পরিস্থিতি বাড়তে থাকায় পুরো বিষয়টি নজরে রাখা হচ্ছে ৷ এর জন্য় আইসিএসই এবং আইএসসি 2021 পরীক্ষার দিন বিবেচনা করে পরে নেওয়া হবে ৷ এবং জুন মাসে ফের সিদ্ধান্ত নেওয়া হবে ৷"

ICSE Board Exams
প্রতীকী ছবি

By

Published : Apr 16, 2021, 7:24 PM IST

Updated : Apr 16, 2021, 7:46 PM IST

নয়াদিল্লি, 16 এপ্রিল : সিআইএসসিই-র (কাউন্সিল ফর দা ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনস) ক্লাস 10 ও ক্লাস 12- এর পরীক্ষা স্থগিত করা হল ৷ সারা দেশে করোনা আক্রান্তের সংখ্য়া ফের বাড়তে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সিআইএসসিই একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে ফের জুন মাসে আইসিএসই পরীক্ষার দিন ঘোষণা করা হবে ৷

ওই বিবৃতিতে সিআইএসসিই জানিয়েছে, "কোভিড পরিস্থিতি বাড়তে থাকায় পুরো বিষয়টি নজরে রাখা হচ্ছে ৷ এর জন্য় আইসিএসই এবং আইএসসি 2021 পরীক্ষাগুলির ক্ষেত্রে বিবেচনা করে পরে নেওয়া হবে ৷ এবং জুন মাসে ফের সিদ্ধান্ত নেওয়া হবে ৷"

আরও পড়ুন -শীতলকুচির ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে অধীর

সিবিএসই ক্লাস টেনের বোর্ড পরীক্ষা ইতিমধ্য়ে বাতিল করা হয়েছে ৷ এবং ক্লাস টুয়েলভের পরীক্ষা আপাতত স্থগিত রাখা হয়েছে ৷ পরবর্তীকালে পরিস্থিতি বিবেচনা করে নতুন দিন ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে ৷

চলতি মাসের 14 তারিখ এবিষয়ে একটি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তারপরেই পরীক্ষা সংক্রান্ত বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয় ৷

Last Updated : Apr 16, 2021, 7:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details