মুম্বই (মহারাষ্ট্র), 22 অক্টোবর :শুক্রবার রাজ্যের সমস্ত সিনেমা হল, থিয়েটার এবং অডিটোরিয়াম খুলে দিল মহারাষ্ট্র সরকার ৷ আপাতত একত্রে সর্বোচ্চ 50 শতাংশ আসনে দর্শকদের বসিয়ে পরিষেবা চালু করা হবে ৷ পরে রাজ্যের কোভিড পরিস্থিতি আরও উন্নত হলে ধাপে ধাপে বাড়ানো হবে দর্শক সংখ্যা ৷ সূত্রের খবর, ইতিমধ্যেই কিছুটা হলেও সংক্রমণ কমেছে পশ্চিমের এই রাজ্যে ৷ সেই কারণেই সিনেমা হল, থিয়েটার এবং অডিটোরিয়াম খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের সরকার ৷
আরও পড়ুন :Mumbai corona : এই প্রথম করোনায় মৃত্যুহীন মুম্বই
বিষয়টি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার (Ajit Pawar) ৷ যদিও দিওয়ালির পরও রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই থাকে, তাহলে সিনেমা হল, থিয়েটার এবং অডিটোরিয়ামগুলির দর্শক সংখ্যা আরও বাড়ানো হবে ৷ তিনি বলেন, ‘‘আজ থেকে আমরা সিনেমা হল খুলে দিচ্ছি ৷ 50 শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল চালু করা হচ্ছে ৷ হল মালিকদের দাবি ছিল, 100 শতাংশ দর্শক নিয়েই সিনেমা হল চালু করার অনুমতি দেওয়া হোক ৷ কিন্তু আমরা ওঁদের দিওয়ালি পর্যন্ত অপেক্ষা করতে বলেছি ৷ যদি দিওয়ালির পরও পরিস্থিতি নাগালে থাকে, তাহলে আমরা দর্শক সংখ্যা বাড়াব ৷’’