পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Smoking Gets Costlier: 16 শতাংশ শুল্ক বৃদ্ধির প্রস্তাবে সিগারেট আরও মহার্ঘ হওয়ার পথে - Modi Government

বুধবার লোকসভায় বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman Budget) ৷ সেই বাজেটে একাধিক প্রকল্পের ঘোষণা করেন তিনি ৷ তার মধ্যেই রয়েছে সিগারেটের শুল্ক বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন তিনি ৷

Smoking Gets Costlier
Smoking Gets Costlier

By

Published : Feb 1, 2023, 12:58 PM IST

Updated : Feb 1, 2023, 3:03 PM IST

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: মহার্ঘ হতে চলেছে সিগারেট (Cigarettes to Get Costlier) ৷ আগামী আর্থিক বছরের বাজেটে (Union Budget 2023) সেই প্রস্তাবই রেখেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (FM Nirmala Sitharaman) ৷ বুধবার লোকসভায় (Lok Sabha) বাজেট পেশের সময় তিনি জানান, সিগারেটের উপর শুল্ক 16 শতাংশ বৃদ্ধি করা হল ৷ স্বাভাবিকভাবেই তাই দাম বাড়তে চলেছে সিগারেটের ৷

এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, নির্দিষ্ট সিগারেটের উপর ন্যাশনাল ক্যালামিটি কন্টিনজেন্ট ডিউটি (NCCD) শেষবার তিন বছর আগে সংশোধন করা হয়েছিল । তার পরই তিনি এই বছর ওই শুল্ক বৃদ্ধির প্রস্তাব দেন ৷ যেখানে তা 16 শতাংশ বৃদ্ধি করার কথা বলা হয়েছে ৷ বাজেটের সঙ্গে যে নথি পেশ করেছেন নির্মলা সীতারমন ৷ তাতে উল্লেখ করা হয়েছে এই প্রস্তাব আগামিকাল থেকেই কার্যকর হবে ৷ তবে এই বৃদ্ধি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নরকম হবে ৷ সেই নিয়েও বিস্তারিত একটি তালিকা বাজেটের নথিতে দেওয়া হয়েছে ৷

এছাড়া আরও বেশ কিছু সামগ্রীতে শুল্ক বৃদ্ধি করা হয়েছে ৷ তার মধ্যে অন্যতম হল সাইকেল, খেলনা ও খেলনা তৈরির সামগ্রী, ইলেকট্রিক কিচেন চিমনি ৷ তবে কিছু ক্ষেত্রে কর বৃদ্ধি করলেও করের সঙ্গে কৃষি পরিকাঠামো উন্নয়নের জন্য যে সেস (AIDC) নেওয়া হত এবং সোশ্যাল ওয়েলফেয়ার চার্জ (SWC) নেওয়া হত, তা মকুব করা হয়েছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, দ্বিতীয় মোদি সরকারের (Modi Government) এটাই সম্ভবত শেষ পূর্ণাঙ্গ বাজেট ৷ আগামী বছর লোকসভা ভোট৷ নির্বাচনের বছরে সাধারণত কেন্দ্রের তরফে তিনমাসের বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হয় ৷ কিন্তু 2019 সালে চার মাসের বাজেট পেশ করছিল কেন্দ্র ৷ যা পূর্ণাঙ্গ বাজেট না হলেও ভোট অন অ্যাকাউন্ট ছিল না ৷ তাই আগামী বছর মোদি সরকার কী করবে, তা এখনই বলা সম্ভব নয় ৷

আরও পড়ুন:প্রধানমন্ত্রী আবাস যোজনায় বরাদ্দ বৃদ্ধির ঘোষণা নির্মলার বাজেটে

Last Updated : Feb 1, 2023, 3:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details