নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: মহার্ঘ হতে চলেছে সিগারেট (Cigarettes to Get Costlier) ৷ আগামী আর্থিক বছরের বাজেটে (Union Budget 2023) সেই প্রস্তাবই রেখেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (FM Nirmala Sitharaman) ৷ বুধবার লোকসভায় (Lok Sabha) বাজেট পেশের সময় তিনি জানান, সিগারেটের উপর শুল্ক 16 শতাংশ বৃদ্ধি করা হল ৷ স্বাভাবিকভাবেই তাই দাম বাড়তে চলেছে সিগারেটের ৷
এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, নির্দিষ্ট সিগারেটের উপর ন্যাশনাল ক্যালামিটি কন্টিনজেন্ট ডিউটি (NCCD) শেষবার তিন বছর আগে সংশোধন করা হয়েছিল । তার পরই তিনি এই বছর ওই শুল্ক বৃদ্ধির প্রস্তাব দেন ৷ যেখানে তা 16 শতাংশ বৃদ্ধি করার কথা বলা হয়েছে ৷ বাজেটের সঙ্গে যে নথি পেশ করেছেন নির্মলা সীতারমন ৷ তাতে উল্লেখ করা হয়েছে এই প্রস্তাব আগামিকাল থেকেই কার্যকর হবে ৷ তবে এই বৃদ্ধি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নরকম হবে ৷ সেই নিয়েও বিস্তারিত একটি তালিকা বাজেটের নথিতে দেওয়া হয়েছে ৷